খাগড়াছড়ি সংবাদদাতা : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সবজিবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহারাজ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মাটিরাঙ্গার যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহারাজ মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালের দিকে মহারাজ জীবিকার সন্ধানে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। গুইমারা যাওয়ার পথে যৌথখামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মহারাজকে গুরুতর আহত অবস্থায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পিকআপচালক পালিয়ে যান। তবে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ