ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

পিকআপ ভ্যানে ঘুরে ফেন্সিডিল বিক্রি করতেন তারা

  • আপডেট সময় : ০১:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো.আব্দুল ওয়াহাব, মো.আলিজার রহমান ও মো. কালু মিয়া। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। শনিবার (২৬ আগস্ট) রাতে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার (২৭ আগস্ট) ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.আনিচ উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে অবস্থান করছে- এমন তথ্যের ওপর ভিত্তি করে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় বিক্রি করতো। তারা পিকআপ ভ্যানে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পিকআপ ভ্যানে ঘুরে ফেন্সিডিল বিক্রি করতেন তারা

আপডেট সময় : ০১:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো.আব্দুল ওয়াহাব, মো.আলিজার রহমান ও মো. কালু মিয়া। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। শনিবার (২৬ আগস্ট) রাতে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার (২৭ আগস্ট) ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.আনিচ উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে অবস্থান করছে- এমন তথ্যের ওপর ভিত্তি করে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় বিক্রি করতো। তারা পিকআপ ভ্যানে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।