ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে নাটকীয় হারের স্বাদ নিতে হয়েছে বার্সেলোনাকে। বুধবার রাতের ম্যাচে গনসালো রামোসের শেষ মুহূর্তের গোলে অলিম্পিক স্টেডিয়ামে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পিএসজি।
বার্সার ডিফেন্সিভ লাইন ভেঙে আশরাফ হাকিমির ক্রসে সহজেই গোল করেন রামোস। ম্যাচ শেষে হানসি ফ্লিক অকপট স্বীকার করলেন, ডিফেন্সের দায় এড়ানো যাবে না।
ফ্লিক বললেন, “১-১ অবস্থায় এভাবে গোল খাওয়া চলবে না। রক্ষণভাগে আরও সংগঠিত হতে হবে। এত মানসম্পন্ন দলের বিপক্ষে সুযোগ দিলে তারা শাস্তি দেবে।” গত মৌসুমেও ডিফেন্স দুর্বলতার কারণ্র সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বার্সা। দুই লেগে ইন্টার মিলানের কাছে হজম করতে হয়েছিল সাত গোল। এবারও একই সমস্যা চোখে পড়েছে।
জার্মান কোচ স্বীকার করেন, এদিন ভালো খেলতে পারেনি বার্সা, জয়টা প্রাপ্য ছিল পিএসজিরই। “আজ আমরা নিজেদের সেরা খেলাটা দেখাতে পারিনি। তবে আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি। প্রতিদিন উন্নতির জন্য কাজ করছি। এই হার আমাদের শিক্ষা দেবে।”
পিএসজির খেলার দর্শন নিয়ে ফ্লিক বলেন, “ওদের তরুণ, দারুণ গতি আর মানসম্মত ফুটবলার আছে। সত্যিই অসাধারণ।” তবে হতাশার মধ্যেও আশাবাদী বার্সা কোচ, “পিএসজি কতটা শক্তিশালী, তা আমরা দেখেছি। তবে আমি নিশ্চিত, আমরাও সেরা দিনে এভাবেই খেলতে পারব।”
ওআ/আপ্র/০২/১০/২০২৫