ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

পিএসএল দিয়ে পাকিস্তান ক্রিকেটের কোনো লাভ হয়নি : কানেরিয়া

  • আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কিছুদিন আগেই শেষ হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। এবারের আসরে প্রাইজমানির পরিমাণ বেড়েছে, কিন্তু তাতে পাকিস্তান ক্রিকেটের কোনো লাভ হয়েছে কি? দেশটির সাবেক স্পিনার দানিশ কানেরিয়া মনে করেন, পাকিস্তানের ক্রিকেটে পিএসএল কোনো প্রভাবই ফেলতে পারেনি! পাশাপাশি তিনি নতুন ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রশংসাও করেছেন।
আইপিএল এবং পিএসএলের মধ্যে কোনটা ভালো? এমন প্রশ্নের জবাবে সাবেক লেগস্পিনার দানিশ বলেন, ‘আইপিএল অত্যন্ত পেশাদার টুর্নামেন্ট। সেখানে খেলতে গিয়ে নানা রকম অভিজ্ঞতা অর্জন করেন উঠতি ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটকে অনেক প্রতিভা উপহার দিয়েছে আইপিএল। প্রতিবছরই যেন আগের আসরকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু পিএসএল পাকিস্তান ক্রিকেটের জন্য কিছুই করতে পারেনি। ” ২০১৬ সাল থেকে শুরু হয়েছিল পিএসএল। ভারতীয় জাতীয় দলের নির্বাচকরা আইপিএলে নজর রাখেন। সেখান থেকে নতুন ক্রিকেটার তুলে আনেন। কিন্তু পাকিস্তানে নাকি এমন হয় না। নির্বাচকদের সমালোচনা করে দানিশ বলেন, ‘পিএসএলে কেউ ভালো খেললেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপেশাদার আচরণের কারণে তাদের জাতীয় দলে খেলা হয় না। পাকিস্তান বোর্ড সেই প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় দলে খেলার সুযোগ করে দেয় না। ‘

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসী সাহেব আলীকে ছিনিয়ে নিলো সহযোগীরা

পিএসএল দিয়ে পাকিস্তান ক্রিকেটের কোনো লাভ হয়নি : কানেরিয়া

আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : কিছুদিন আগেই শেষ হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। এবারের আসরে প্রাইজমানির পরিমাণ বেড়েছে, কিন্তু তাতে পাকিস্তান ক্রিকেটের কোনো লাভ হয়েছে কি? দেশটির সাবেক স্পিনার দানিশ কানেরিয়া মনে করেন, পাকিস্তানের ক্রিকেটে পিএসএল কোনো প্রভাবই ফেলতে পারেনি! পাশাপাশি তিনি নতুন ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রশংসাও করেছেন।
আইপিএল এবং পিএসএলের মধ্যে কোনটা ভালো? এমন প্রশ্নের জবাবে সাবেক লেগস্পিনার দানিশ বলেন, ‘আইপিএল অত্যন্ত পেশাদার টুর্নামেন্ট। সেখানে খেলতে গিয়ে নানা রকম অভিজ্ঞতা অর্জন করেন উঠতি ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটকে অনেক প্রতিভা উপহার দিয়েছে আইপিএল। প্রতিবছরই যেন আগের আসরকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু পিএসএল পাকিস্তান ক্রিকেটের জন্য কিছুই করতে পারেনি। ” ২০১৬ সাল থেকে শুরু হয়েছিল পিএসএল। ভারতীয় জাতীয় দলের নির্বাচকরা আইপিএলে নজর রাখেন। সেখান থেকে নতুন ক্রিকেটার তুলে আনেন। কিন্তু পাকিস্তানে নাকি এমন হয় না। নির্বাচকদের সমালোচনা করে দানিশ বলেন, ‘পিএসএলে কেউ ভালো খেললেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপেশাদার আচরণের কারণে তাদের জাতীয় দলে খেলা হয় না। পাকিস্তান বোর্ড সেই প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় দলে খেলার সুযোগ করে দেয় না। ‘