ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

পিএসএল ড্রাফটে সাকিব-মাহমুদউল্লাহসহ বাংলাদেশের ৮

  • আপডেট সময় : ০৭:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারে অনিশ্চয়তায় থাকা সাকিব আল হাসানের নামও আছে এই ড্রাফটে।

বেলুচিস্তানের গোয়াদারে আগামী শনিবার হবে পিএসএলের দশম আসরের ড্রাফট। সপ্তাহখানেত আগে প্রকাশ করা হলো ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা ক্রিকেটার ও ড্রাফটের চূড়ান্ত তালিকা। সব মিলিয়ে ১৯টি দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটারের নাম আছে পিএসএলের এবারের প্লেয়ার্স ড্রাফটে।
বাংলাদেশ থেকে সাকিব ছাড়াও তালিকায় আছেন মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। ড্রাফটের সর্বোচ্চ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে আছেন তারা।

তবে কে কোনটিতে, তা নির্দিষ্ট করে জানায়নি পিএসএল কর্তৃপক্ষ। আগামী ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা এবারের পিএসএল। ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া ওই সময় দেশের ক্রিকেটে আর কোনো ব্যস্ততা নেই। তাই ড্রাফটে কোনো দলে ডাক পেলে অনাপত্তিপত্র নিয়ে তেমন সমস্যায় পড়ার কথা নয় ক্রিকেটারদের। প্লেয়ার্স ড্রাফটের আগে দলগুলোর সামনে ৮ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ ছিল। ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এই কোটা পূর্ণ করেছে। করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ধরে রেখেছে ৭ জন করে।

এমনিতে প্রতি বছর ফেব্রæয়ারি-মার্চে হয় পিএসএল। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিছিয়ে এপ্রিল-মে মাসে নিয়েছে পিসিবি। একইসময়ে চলবে আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল না পাওয়া ক্রিকেটারদের তাই পিএসএল নিয়ে এবার আগ্রহ অনেক। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডসহ বিশ্বের অনেক বড় তারকা ক্রিকেটারদের নাম আছে ড্রাফটে। ডেভিড ওয়ার্নার, ক্রিস লিন, জেসন রয়, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, ফিন অ্যালেন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, রাসি ফন ডার ডাসেন, জেসন হোল্ডার, এভিন লুইসরা উল্লেখযোগ্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিএসএল ড্রাফটে সাকিব-মাহমুদউল্লাহসহ বাংলাদেশের ৮

আপডেট সময় : ০৭:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারে অনিশ্চয়তায় থাকা সাকিব আল হাসানের নামও আছে এই ড্রাফটে।

বেলুচিস্তানের গোয়াদারে আগামী শনিবার হবে পিএসএলের দশম আসরের ড্রাফট। সপ্তাহখানেত আগে প্রকাশ করা হলো ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা ক্রিকেটার ও ড্রাফটের চূড়ান্ত তালিকা। সব মিলিয়ে ১৯টি দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটারের নাম আছে পিএসএলের এবারের প্লেয়ার্স ড্রাফটে।
বাংলাদেশ থেকে সাকিব ছাড়াও তালিকায় আছেন মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। ড্রাফটের সর্বোচ্চ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে আছেন তারা।

তবে কে কোনটিতে, তা নির্দিষ্ট করে জানায়নি পিএসএল কর্তৃপক্ষ। আগামী ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা এবারের পিএসএল। ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া ওই সময় দেশের ক্রিকেটে আর কোনো ব্যস্ততা নেই। তাই ড্রাফটে কোনো দলে ডাক পেলে অনাপত্তিপত্র নিয়ে তেমন সমস্যায় পড়ার কথা নয় ক্রিকেটারদের। প্লেয়ার্স ড্রাফটের আগে দলগুলোর সামনে ৮ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ ছিল। ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এই কোটা পূর্ণ করেছে। করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ধরে রেখেছে ৭ জন করে।

এমনিতে প্রতি বছর ফেব্রæয়ারি-মার্চে হয় পিএসএল। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে পিছিয়ে এপ্রিল-মে মাসে নিয়েছে পিসিবি। একইসময়ে চলবে আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল না পাওয়া ক্রিকেটারদের তাই পিএসএল নিয়ে এবার আগ্রহ অনেক। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডসহ বিশ্বের অনেক বড় তারকা ক্রিকেটারদের নাম আছে ড্রাফটে। ডেভিড ওয়ার্নার, ক্রিস লিন, জেসন রয়, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, ফিন অ্যালেন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, রাসি ফন ডার ডাসেন, জেসন হোল্ডার, এভিন লুইসরা উল্লেখযোগ্য।