ক্রীড়া ডেস্ক : গত বৃহস্পতিবার রাতে পেশোয়ার জালমি ও মুলতান সুলতানসের মধ্যকার ফাইনাল দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের পর্দা নেমেছে। এবারের আসরের শিরোপা জিতেছে মুলতান। ফাইনালের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের এবারের আসরের সেরা একাদশ ঘোষণা করেছে। পিএসএলের ষষ্ঠ আররের সেরা একাদশে চ্যাম্পিয়ন মুলতান থেকে তিন জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। সেই একাদশের অধিনায়ক করা হয়েছে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে। লাহোর কালান্দার্সের অজি তারকা জেমস ফকনার রয়েছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
একনজরে পিএসএল-২০২১ আসরের সেরা একদশ :
হযরতউল্লাহ জাজাই, বাবর আজম, কলিন মুনরো, শোয়েব মাকসুদ, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলী, ওয়াহাব রিয়াজ, রশিদ খান, হাসান আলী, শাহীন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানী, জেমস ফকনার (দ্বাদশ খেলোয়াড়)।
পিএসএল : এবারের আসরের সেরা একাদশ ঘোষণা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ