ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

পিএসএলে নিজের যে লক্ষ্যের কথা জানালেন রিশাদ

  • আপডেট সময় : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের সূচি ঘোষণা করা হয়েছিল আগেই। জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে এবারের পিএসএল আসরে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। সব ঠিক থাকলে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। ফ্র্যাঞ্চাইজ এই টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন ক্রিকেটার। বিসিবির ছাড়পত্র দেওয়ায় খুশি রিশাদ হোসেন। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন রিশাদ। সেখানে জানান নিজের খুশির কথা, সঙ্গে পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। রিশাদ বলছিলেন, ‘প্রথমে বলবো আলহামদুলিল্লাহ, ছাড়পত্র পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে। ভালো করার চেষ্টা করব টুর্নামেন্টে।

চ্যাম্পিয়ন হয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।’
দল কিংবা পরিকল্পনা নিয়ে এখনই কোনো প্রকার আলোচনা হয়নি বলে জানালেন রিশাদ, ‘আসলে কন্ডিশন নিয়ে এত কিছু ভাবার তো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো এবং দলের যেটা প্রয়োজন এতটুকুই। আপাতত দলের সাথে এভাবে কোনো কথা হয়নি। সবার সাথে হাই-হ্যালো হচ্ছে এতটুকু। এমনি কোনো পরিকল্পনা নিয়ে কথা হয়নি।’ উল্লেখ্য, এবারের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। বাকি দুই বাংলাদেশিদের মাঝে নাহিদ রানা মাঠে নামবেন পেশোয়ার জালমির হয়ে। আর লিটন দাসের জন্য অপেক্ষায় আছে করাচি কিংস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পিএসএলে নিজের যে লক্ষ্যের কথা জানালেন রিশাদ

আপডেট সময় : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের সূচি ঘোষণা করা হয়েছিল আগেই। জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে এবারের পিএসএল আসরে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। সব ঠিক থাকলে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। ফ্র্যাঞ্চাইজ এই টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন ক্রিকেটার। বিসিবির ছাড়পত্র দেওয়ায় খুশি রিশাদ হোসেন। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন রিশাদ। সেখানে জানান নিজের খুশির কথা, সঙ্গে পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। রিশাদ বলছিলেন, ‘প্রথমে বলবো আলহামদুলিল্লাহ, ছাড়পত্র পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে। ভালো করার চেষ্টা করব টুর্নামেন্টে।

চ্যাম্পিয়ন হয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।’
দল কিংবা পরিকল্পনা নিয়ে এখনই কোনো প্রকার আলোচনা হয়নি বলে জানালেন রিশাদ, ‘আসলে কন্ডিশন নিয়ে এত কিছু ভাবার তো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো এবং দলের যেটা প্রয়োজন এতটুকুই। আপাতত দলের সাথে এভাবে কোনো কথা হয়নি। সবার সাথে হাই-হ্যালো হচ্ছে এতটুকু। এমনি কোনো পরিকল্পনা নিয়ে কথা হয়নি।’ উল্লেখ্য, এবারের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। বাকি দুই বাংলাদেশিদের মাঝে নাহিদ রানা মাঠে নামবেন পেশোয়ার জালমির হয়ে। আর লিটন দাসের জন্য অপেক্ষায় আছে করাচি কিংস।