ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন মোস্তাফিজ

  • আপডেট সময় : ০৬:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ কয়েক মৌসুম খেলেছেন মোস্তাফিজুর রহমান। ছিলেন ভালো ফর্মেও। তবে এবারের আসরে আর জায়গা হয়নি তার। এতে অবশ্য সমস্যা হয়নি, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য নাম লিখিয়েছেন তিনি। ২০২৫ পিএসএলে দেখা যাবে বাংলাদেশি এই পেসারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পিএসএল। মুস্তাফিজের ছবি যুক্ত করে ক্যাপশনে তারা লিখেছে, ‘এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ’ পিএসএলের ২০২৫ আসরের নিলাম হবে আগামী ১১ জানুয়ারি।

তবে আসর শুরুর ব্যাপারে এখনও নির্ধারিত হয়নি তারিখ। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হবে দেশটিকে। হাইব্রিড মডেলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরেই হবে পিএসএল, এমনটাই জানা গেছে। পিএসএলে অবশ্য এর আগেই খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন বাংলাদেশি এই পেসার। সেবার দলটির হযে ৫ ম্যাচে উইকেট নেন ৪টি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন মোস্তাফিজ

আপডেট সময় : ০৬:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ কয়েক মৌসুম খেলেছেন মোস্তাফিজুর রহমান। ছিলেন ভালো ফর্মেও। তবে এবারের আসরে আর জায়গা হয়নি তার। এতে অবশ্য সমস্যা হয়নি, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য নাম লিখিয়েছেন তিনি। ২০২৫ পিএসএলে দেখা যাবে বাংলাদেশি এই পেসারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পিএসএল। মুস্তাফিজের ছবি যুক্ত করে ক্যাপশনে তারা লিখেছে, ‘এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ’ পিএসএলের ২০২৫ আসরের নিলাম হবে আগামী ১১ জানুয়ারি।

তবে আসর শুরুর ব্যাপারে এখনও নির্ধারিত হয়নি তারিখ। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হবে দেশটিকে। হাইব্রিড মডেলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরেই হবে পিএসএল, এমনটাই জানা গেছে। পিএসএলে অবশ্য এর আগেই খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন বাংলাদেশি এই পেসার। সেবার দলটির হযে ৫ ম্যাচে উইকেট নেন ৪টি।