ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

পিএসএলের জন্য জিম্বাবুয়ে সিরিজে থাকবেন না লিটন

  • আপডেট সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে পিএসএলের পুরো মৌসুম খেলার অনুমতি পেয়েছেন লিটন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজে থাকবেন না তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। তিনি অবশ্য টেস্ট সিরিজের দলে নেই। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পেসার নাহিদ রানাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে।

রানা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তারপর পিএসএলে যোগ দেবেন। গত ১৩ জানুয়ারি পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে উইকেটকিপার-ব্যাটার লিটনকে নেয় করাচি কিংস। আর লেগ স্পিনার রিশাদকে লাহোর কালান্দার্স এবং রানাকে নেয় পেশোয়ার জালমি। টেস্ট সিরিজ ও পিএসএল দুটিই কাছাকাছি সময়ে শুরু হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতিপর্ব। ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর পিএসএল চলবে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পিএসএলের জন্য জিম্বাবুয়ে সিরিজে থাকবেন না লিটন

আপডেট সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে পিএসএলের পুরো মৌসুম খেলার অনুমতি পেয়েছেন লিটন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজে থাকবেন না তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। তিনি অবশ্য টেস্ট সিরিজের দলে নেই। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পেসার নাহিদ রানাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে।

রানা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তারপর পিএসএলে যোগ দেবেন। গত ১৩ জানুয়ারি পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে উইকেটকিপার-ব্যাটার লিটনকে নেয় করাচি কিংস। আর লেগ স্পিনার রিশাদকে লাহোর কালান্দার্স এবং রানাকে নেয় পেশোয়ার জালমি। টেস্ট সিরিজ ও পিএসএল দুটিই কাছাকাছি সময়ে শুরু হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতিপর্ব। ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর পিএসএল চলবে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত।