ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

‘পিএইচডি ইনক্রিমেন্ট স্থগিতের সিদ্ধান্ত রূপকল্প-৪১ পরিপন্থী’

  • আপডেট সময় : ০৮:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ এর পরিপন্থী বলে জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।
গত শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সূত্রে এতথ্য জানা যায়। এর আগে শুক্রবার রাতে সংগঠনটি এ বিষয়ে একটি বিবৃতি দেয়।
এতে নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ এর অন্যতম লক্ষ্য বিশ্বে শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব প্রদান। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের শিক্ষা ও গবেষণার চলমান অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য হঠাৎ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এমন অনুরোধ চরম বৈষম্যমূলক ও বিমাতাসূলভ আচরণ, যা প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ এর পরিপন্থী।
বিবৃতিতে নেতারা আরও বলেন, শিক্ষকদের তিনটি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার এই সিদ্ধান্ত শিক্ষকদের আরও অসন্তোষ তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের শিক্ষকতা ও গবেষণা পেশায় আসতে নিরুৎসাহিত করবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘পিএইচডি ইনক্রিমেন্ট স্থগিতের সিদ্ধান্ত রূপকল্প-৪১ পরিপন্থী’

আপডেট সময় : ০৮:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ এর পরিপন্থী বলে জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।
গত শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সূত্রে এতথ্য জানা যায়। এর আগে শুক্রবার রাতে সংগঠনটি এ বিষয়ে একটি বিবৃতি দেয়।
এতে নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ এর অন্যতম লক্ষ্য বিশ্বে শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব প্রদান। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের শিক্ষা ও গবেষণার চলমান অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য হঠাৎ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এমন অনুরোধ চরম বৈষম্যমূলক ও বিমাতাসূলভ আচরণ, যা প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ এর পরিপন্থী।
বিবৃতিতে নেতারা আরও বলেন, শিক্ষকদের তিনটি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদান সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখার এই সিদ্ধান্ত শিক্ষকদের আরও অসন্তোষ তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের শিক্ষকতা ও গবেষণা পেশায় আসতে নিরুৎসাহিত করবে।