ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

পায়রা বন্দর ও পদ্মা লিংক রোডে বসুন্ধরা বিটুমিন ব্যবহারে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : ০২:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা বিটুমিন। তার অংশ হিসেবে এবার পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ বেশ কিছু প্রকল্পে বসুন্ধরা বিটুমিন ব্যবহারে চীনের নির্মাণ প্রতিষ্ঠান শিং শু কন্সট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে বসুন্ধরার। এসব প্রকল্পের কাজে চাহিদা অনুযায়ী ৬০/৭০ গ্রেডের বসুন্ধরা বিটুমিন সরবরাহ করা হবে। শনিবার (২৩ এপ্রিল) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১ এ চুক্তি সই হয়েছে। বসুন্ধরা বিটুমিনের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সচিব মাকসুদুর রহমান এবং চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লিয়াং জুসেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা বিটুমিনের এজিএম (সেলস) সুকান্ত কুমার সাহা ও হিসাব বিভাগের শ্যামল মিয়া, ডেপুটি ম্যানেজার এজেএম ওবায়দুর রহমান, হায়াত আল গাউস ও আবুজার লস্করসহ সেলস টিমের কর্মকর্তারা। চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার সানি চও, বিজনেস ম্যানেজার রলিং হুউয়াংক, চিফ ইঞ্জিনিয়ার (ডিজাইন টেকনিক্যাল) মা আইউন, মিনিস্ট্রেটর অব সাপ্লাই চেইন জিয়াং রং, মিনিস্ট্রেটর অব মেশিন অ্যান্ড ইকুয়েপমেন্ট চাং ওয়েন ছাংক, এইচআর রাজু আহমেদ ও পারসেজ অ্যান্ড মার্কেটিং ম্যানেজার হাসান মিয়া। চুক্তি স্বাক্ষর শেষে মাকসুদুর রহমান বলেন, চীনের বৃহৎ একটি নির্মাণ কম্পানি শিং শু কনস্ট্রাকশন লিমিটেড। এই প্রতিষ্ঠানটি আমাদের দেশের পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ তাদের বিদ্যমান এবং আসন্ন প্রকল্পগুলোতে বসুন্ধরা বিটুমিন ব্যবহার করার জন্য চুক্তি সই করেছে।
লিয়াং জুসেন বলেন, আমরা বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ করেছি এবং এখনো করছি। বসুন্ধরা বিটুমিনের মান অনেক ভালো হওয়ায় আমাদের প্রকল্পের কাজে এই বিটুমিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা বন্দর ও পদ্মা লিংক রোডে বসুন্ধরা বিটুমিন ব্যবহারে চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০২:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা বিটুমিন। তার অংশ হিসেবে এবার পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ বেশ কিছু প্রকল্পে বসুন্ধরা বিটুমিন ব্যবহারে চীনের নির্মাণ প্রতিষ্ঠান শিং শু কন্সট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে বসুন্ধরার। এসব প্রকল্পের কাজে চাহিদা অনুযায়ী ৬০/৭০ গ্রেডের বসুন্ধরা বিটুমিন সরবরাহ করা হবে। শনিবার (২৩ এপ্রিল) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১ এ চুক্তি সই হয়েছে। বসুন্ধরা বিটুমিনের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সচিব মাকসুদুর রহমান এবং চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লিয়াং জুসেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা বিটুমিনের এজিএম (সেলস) সুকান্ত কুমার সাহা ও হিসাব বিভাগের শ্যামল মিয়া, ডেপুটি ম্যানেজার এজেএম ওবায়দুর রহমান, হায়াত আল গাউস ও আবুজার লস্করসহ সেলস টিমের কর্মকর্তারা। চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার সানি চও, বিজনেস ম্যানেজার রলিং হুউয়াংক, চিফ ইঞ্জিনিয়ার (ডিজাইন টেকনিক্যাল) মা আইউন, মিনিস্ট্রেটর অব সাপ্লাই চেইন জিয়াং রং, মিনিস্ট্রেটর অব মেশিন অ্যান্ড ইকুয়েপমেন্ট চাং ওয়েন ছাংক, এইচআর রাজু আহমেদ ও পারসেজ অ্যান্ড মার্কেটিং ম্যানেজার হাসান মিয়া। চুক্তি স্বাক্ষর শেষে মাকসুদুর রহমান বলেন, চীনের বৃহৎ একটি নির্মাণ কম্পানি শিং শু কনস্ট্রাকশন লিমিটেড। এই প্রতিষ্ঠানটি আমাদের দেশের পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ তাদের বিদ্যমান এবং আসন্ন প্রকল্পগুলোতে বসুন্ধরা বিটুমিন ব্যবহার করার জন্য চুক্তি সই করেছে।
লিয়াং জুসেন বলেন, আমরা বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ করেছি এবং এখনো করছি। বসুন্ধরা বিটুমিনের মান অনেক ভালো হওয়ায় আমাদের প্রকল্পের কাজে এই বিটুমিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।’