ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাড়া-মহল্লায় জনসমাগম ঠেকাতে কঠোর অবস্থানে র‌্যাব

  • আপডেট সময় : ০১:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পাড়া-মহল্লায় জনসমাগম ঠেকাতে অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে র‌্যাব এরই মধ্যে জরিমানা করেছ। অনেককে আইনের আওতায় আনা হয়েছে।
গতকাল সোমবার বিকালে কাওরান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা বাইরে বের হচ্ছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তবে এখনও পাড়া-মহল্লাগুলোতে এবং জনসমাগম বেশি দেখা যাচ্ছে। অনেকেই পাড়া-মহল্লায় চায়ের দোকানগুলোকে বাসাবাড়ি বানিয়ে ফেলেছেন। জনগণকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, বাইরে বের হওয়ার অভিযোগে গত রোববার (৪ জুলাই) ৪৩৮ জনকে ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া র‌্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা ও শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা, তৃতীয় দিনে দেশব্যাপী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান বিজয়ের মাস শুরু

পাড়া-মহল্লায় জনসমাগম ঠেকাতে কঠোর অবস্থানে র‌্যাব

আপডেট সময় : ০১:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পাড়া-মহল্লায় জনসমাগম ঠেকাতে অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে র‌্যাব এরই মধ্যে জরিমানা করেছ। অনেককে আইনের আওতায় আনা হয়েছে।
গতকাল সোমবার বিকালে কাওরান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা বাইরে বের হচ্ছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তবে এখনও পাড়া-মহল্লাগুলোতে এবং জনসমাগম বেশি দেখা যাচ্ছে। অনেকেই পাড়া-মহল্লায় চায়ের দোকানগুলোকে বাসাবাড়ি বানিয়ে ফেলেছেন। জনগণকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, বাইরে বের হওয়ার অভিযোগে গত রোববার (৪ জুলাই) ৪৩৮ জনকে ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া র‌্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা ও শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা, তৃতীয় দিনে দেশব্যাপী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়।