ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

পাহাড়ে গোলাগুলিতে নিহত ৩

  • আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে সশস্ত্র দুই গ্রুপের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচিপাড়া এলাকায় গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের টাইঙ্গা পাড়া থেকে মগ লিবারেশন পার্টির ১২ থেকে ১৫ জনের একটি দল সীমান্তবর্তী রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় যাচ্ছিল। পথে রাজস্থলীর গাইন্ধা ইউনিয়নের বালুমুড়া সড়কের কেঁচিপাড়া এলাকায় জনসংহতি সমিতির একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যঅং প্রু বলেন, ‘গুলির শব্দ শোনা গেছে রাজবিলা-রাজস্থলী সীমান্তবর্তী এলাকায়। এ ঘটনায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর শুনেছি।’
রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন, ‘ঘটনাস্থলটি রাঙ্গামাটি জেলার অতীব দুর্গম একটি এলাকা। ঘটনার খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেল ৪টা পর্যন্তও তারা পৌঁছাতে পারেননি বলে জেনেছি।’ এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনিও তিনটি মরদেহ পড়ে থাকার খবর শুনেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাহাড়ে গোলাগুলিতে নিহত ৩

আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

রাঙামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে সশস্ত্র দুই গ্রুপের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচিপাড়া এলাকায় গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের টাইঙ্গা পাড়া থেকে মগ লিবারেশন পার্টির ১২ থেকে ১৫ জনের একটি দল সীমান্তবর্তী রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় যাচ্ছিল। পথে রাজস্থলীর গাইন্ধা ইউনিয়নের বালুমুড়া সড়কের কেঁচিপাড়া এলাকায় জনসংহতি সমিতির একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যঅং প্রু বলেন, ‘গুলির শব্দ শোনা গেছে রাজবিলা-রাজস্থলী সীমান্তবর্তী এলাকায়। এ ঘটনায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর শুনেছি।’
রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন, ‘ঘটনাস্থলটি রাঙ্গামাটি জেলার অতীব দুর্গম একটি এলাকা। ঘটনার খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেল ৪টা পর্যন্তও তারা পৌঁছাতে পারেননি বলে জেনেছি।’ এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনিও তিনটি মরদেহ পড়ে থাকার খবর শুনেছেন।