ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

পাহাড়ে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ৮ র‌্যাব সদস্য আহত, আটক ৫ জঙ্গি

  • আপডেট সময় : ০২:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেরায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে র‌্যাবের আট সদস্য আহত হয়েছেন। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। তবে আটক ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
গতকাল মঙ্গলবার বিকেলে থানচি তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে থানচির রেমাক্রী ব্রিজ এলাকায় অবস্থান নিলে জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি শুরু হয়। এখনো থেমে থেমে গেলাগুলি চলছে। বিরতি দিলেই অক্ষত অবস্থায় জঙ্গিদের আটকের চেষ্টা চলছে। এ জন্য কৌশলে সময় ক্ষেপণ করা হচ্ছে। মহাপরিচালক আরও বলেন, অক্টোবর থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৩৮ জঙ্গি ও ১৪ কেএনএফ সদস্যকে আটকের পর আইনের আওতায় আনা হয়েছে। পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসী নির্মূল অভিযানে র‌্যাব ৮০ শতাংশ সফল হয়েছে। শিগগির শতভাগ সফল হবো। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর রহমান এবং র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পাহাড়ে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ৮ র‌্যাব সদস্য আহত, আটক ৫ জঙ্গি

আপডেট সময় : ০২:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেরায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে র‌্যাবের আট সদস্য আহত হয়েছেন। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। তবে আটক ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
গতকাল মঙ্গলবার বিকেলে থানচি তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে থানচির রেমাক্রী ব্রিজ এলাকায় অবস্থান নিলে জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি শুরু হয়। এখনো থেমে থেমে গেলাগুলি চলছে। বিরতি দিলেই অক্ষত অবস্থায় জঙ্গিদের আটকের চেষ্টা চলছে। এ জন্য কৌশলে সময় ক্ষেপণ করা হচ্ছে। মহাপরিচালক আরও বলেন, অক্টোবর থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৩৮ জঙ্গি ও ১৪ কেএনএফ সদস্যকে আটকের পর আইনের আওতায় আনা হয়েছে। পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসী নির্মূল অভিযানে র‌্যাব ৮০ শতাংশ সফল হয়েছে। শিগগির শতভাগ সফল হবো। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর রহমান এবং র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।