প্রত্যাশা ডেস্ক: প্রত্যন্ত অঞ্চল, বরফে ঢাকা পাহাড়ে রয়েছে এমন এক টয়লেট, যা দেখলে রীতিমতো গায়ে কাঁটা ওঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬০০ মিটার (৮,৫০০ ফুট) উঁচুতে অবস্থিত এই টয়লেট একেবারে পাহাড়ের ধারে ঝুলে আছে। এই কাঠের ঘরটিই পৃথিবীর সবচেয়ে ভয়ংকর টয়লেট নামে পরিচিত।
টয়লেটের চারদিক ঘন বরফে ঢাকা, আর নিচে গভীর খাদ। এমন জায়গায় টয়লেট ব্যবহার মানে জীবনের এক বিরাট ঝুঁকি নেওয়া।
কোথায় অবস্থিত
এই অদ্ভুত টয়লেটটি রয়েছে রাশিয়ার সাইবেরিয়ার কৃষ্ণয়া কামেনা নামের এক প্রত্যন্ত এলাকায়। এটি মূলত একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অংশ। এখানে কিছু বিজ্ঞানী ও কর্মী থাকেন, যারা বছরের পর বছর এই দুর্গম স্থানে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।
কেন তৈরি করা হয়েছিল
পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই টয়লেট তৈরি করা হয়েছিল। কিন্তু সমস্যা হলো, এটি পাহাড়ের একদম শেষ প্রান্তে! প্রতিবার ব্যবহার করতে গেলে প্রবল হাওয়া আর বরফের মাঝে দড়ি ধরে এগোতে হয়। সামান্য পা ফসকালেই নিচে কয়েক হাজার ফুট গভীর খাদ। কর্মীদের মতে, এখানে টয়লেটে যাওয়া মানে একরকম রোমাঞ্চকর অভিযান!
চরম আবহাওয়ার লড়াই
শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে।
প্রবল বাতাস, বরফঝড় আর অন্ধকারে ঢেকে থাকা পাহাড়ি পথ—সব মিলিয়ে টয়লেট পর্যন্ত পৌঁছানোই যেন এক যুদ্ধ। অনেক সময় হেলিকপ্টারেই বিভিন্ন জিনিসপত্র আনা-নেওয়া করতে হয়, কারণ রাস্তা বরফে বন্ধ থাকে।
কেন একে ‘পৃথিবীর সবচেয়ে ভয়ংকর টয়লেট’ বলা হয়
এই টয়লেটের অবস্থান ও পরিবেশ একে পৃথিবীর অন্য যে কোনো টয়লেটের চেয়ে আলাদা করেছে। নিচে সরাসরি গভীর খাদ, চারপাশে বরফে ঢাকা পাহাড়, আর প্রবল ঝোড়ো হাওয়া—সব মিলিয়ে একে বলা হয় ‘বিশ্বের ভয়ংকরতম টয়লেট’। বিশ্বের নানা প্রান্তের মানুষ এর ছবি দেখলে অবাক হয়ে যান। অনেকে আবার সেখানে ঘুরতে গিয়ে ছবিও তোলেন!
প্রকৃতি বনাম মানুষের লড়াই
এই টয়লেট শুধু এক ধরনের পরিকাঠামোই নয় বরং মানুষের সাহস, অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়া আর বেঁচে থাকার প্রতীক। অমানবিক পরিবেশেও মানুষ তার প্রয়োজন মেটাতে সক্ষম। এই টয়লেট তারই বাস্তব প্রমাণ।
সামাজিক মাধ্যমে ভাইরাল
এই টয়লেটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল যখন এক ট্রাভেলার ইনস্টাগ্রামে এটি পোস্ট করেছিলেন। মুহূর্তেই লাখ লাখ মানুষ বিস্ময়ে জানতে চেয়েছেন, ‘এমন জায়গায় কিভাবে টয়লেট ব্যবহার হয়?’
এই টয়লেট যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক অনন্য যুদ্ধের প্রতীক। রাশিয়ার সাইবেরিয়ার আবহাওয়া এমনিতেই খারাপ। তার ওপর সাড়ে আট হাজার ফুট উচ্চতায় একটা টয়লেট। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মীরা এখানকার মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুধু সহ্য করেন না, চরম প্রতিকূল আবহাওয়ায় পৃথিবীর সবচেয়ে ভয়ংকর এই টয়লেট ব্যবহারও করেন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
ওআ/আপ্র/১/১২/২০২৫


















