নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছি। দুজন প্রার্থী আচরণবিধি যথাযথভাবে পালন না করায় তাদের শোকজ করেছি। আশা করছি তারা আমাদের সহায়তা করবেন।
এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পরস্পরের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
পাল্টাপাল্টি অভিযোগ, আইভী-তৈমূরকে শোকজ
ট্যাগস :
পাল্টাপাল্টি অভিযোগ
জনপ্রিয় সংবাদ