প্রযুক্তি ডেস্ক: তাত্ত্বিক পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হলো ঢাকায়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ও আলিয়াঁন্স ফ্রঁসেস দ্য ঢাকা এর যৌথ উদ্যোগে এ দিনটিতে জ্যোতির্বিজ্ঞান তথা মহাকাশ বিজ্ঞানবিষয়ক সেমিনার, বিজ্ঞানবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও টেলিস্কোপে গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্প এর আয়োজন করে উদ্যোক্তারা।
আয়োজক সংগঠন অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, ঘটনাবহুল ১৪ মার্চ ২০২৫ তারিখটি বিজ্ঞান সংগঠনগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এই দিনে জন্ম নিয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও প্রয়াত হয়েছিলেন স্টিফেন হকিং। একইসঙ্গে দিনটিকে ‘পাই দিবস’ হিসেবেও পালন করা হয়।
আয়োজনের প্রথম পর্বে সেমিনার ও বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী চলে বিকেল ৫টা থেকে ৫:৫৪ মিনিট পর্যন্ত। এ আয়োজন করা হয়েছে ধানমণ্ডির আলিয়াঁন্স ফ্রঁসেস মিলনায়তনে। এখানেই সেমিনার ও বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র দেখিয়েছেন আয়োজকরা।
আলোচনা পর্বে স্টিফেন হকিংয়ের জীবন ও কর্ম নিয়ে কথা বলেন নিভৃত নিরূপণ। তারপর আলবার্ট আইনস্টাইন এর জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রাজ্ঞ কথন। সর্বশেষে ‘পাই’ দিবস উপলক্ষে এ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করেন সুশ্রুত ঐকতান।
মহাকাশবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশী মহাকাশ আলোকচিত্রী কবীর জামি, ফেরদৌস আহমেদ রাফি ও আহনাফ সাফিন ইসলামের তোলা মহাকাশের বিভিন্ন ছবি ছিল।
আলবার্ট আইনস্টাইন এর কর্ম ও জীবন নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজনে অংশগ্রহণকারীদের তৈরী করা পোস্টার এর প্রদর্শনীও হয়েছে এদিন। এ প্রদর্শনীটি চলবে ২১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।
দিনের সর্বশেষ আয়োজনটি ছিল টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের আয়োজনের বিষয়টি। আট ইঞ্চি ডায়ামিটারের ‘অরায়ন’ নামের টেলিস্কোপ দিয়ে দেখানো হয় বৃহস্পতি ও এর চারটি গ্যালালিয়ন উপগ্রহ। আরো দেখা যায় মঙ্গলগ্রহ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়াঁন্স ফ্রঁসেস দ্যো ঢাকা’র পরিচালক এম ফ্রাঁসোয়া গ্রোজজিন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর চেয়ারম্যান মশহুরুল আমিন।
আর এই সম্পূর্ণ আয়োজনটি পরিচালনা করেন ‘বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন’-এর সদস্য ও আলবার্ট আইনস্টাইন-এর জন্মবার্ষিকী উদযাপন কমিটির পরিচালক আলিফ রুদাবা।