বাণিজ্য ডেস্ক : বাংলাদেশে মোটরসাইকেল গ্রাহকদের অন্যতম চাহিদার উচ্চতর সিসির বাজাজ পালসার ২৫০ ডুয়েল চ্যানেল এবিএস মোটরসাইকেলের শুভ উদ্বোধন করেছে উত্তরা মোটর্স। গত বৃহস্পতিবার (১ মে) রাজধানী ঢাকার আইসিসিবি, বসুন্ধরায় ঢাকা মোটর শোতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। বাংলাদেশে বাজাজ অটো ভারতের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড। বাজাজ পালসার এফ২৫০ এর শক্তিশালী ২৫০ সিসি ইঞ্জিন রাইডারদের শক্তিশালী রাইড অফার করে। এর উন্নত প্রযুক্তির মিশ্রণ এই ক্যাটাগরিতে এক নতুন মাত্রা স্থাপন করেছে। বাজাজ পালসার এফ২৫০ একটি শক্তিশালী এবং স্মার্ট লুকিং ২৫০ সিসি ওয়েল কুল্ড ইঞ্জিন, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এ্যাডজাস্টেবল মোশন সাসপেনশন, টিউবলেস টায়ার, সামনের চাকা ১১০/৭০ ও পিছনে মোটা চাকা ১৪০/৭০, ব্লুটুথ, গিয়ার ইন্ডিকেটরসহ রয়েছে সব আধুনিক প্রযুক্তির বৈশিষ্ট্য যা সত্যিকারের একটি স্পোর্টস বাইক।
দুই দশক আগে শুরু থেকেই বাজাজ পালসার সারা বিশ্বে স্পোর্টস মোটরসাইকেল এর পথ প্রদর্শক। দীর্ঘ সময়ের এই সেগমেন্টের উন্নতির সাক্ষী হিসাবে পালসার মডেলটি আজ স্পোর্টস বাইকিং এর সমার্থক হয়ে উঠেছে। সম্পূর্ণ নতুন পালসার এফ২৫০ উদ্বোধন করার সাথে সাথে, বাংলাদেশে আবারও স্পোর্টস বাইক এর বিবর্তন ঘটেছে যা বাংলাদেশে মাইলফলক। মোটরসাইকেলটির প্রারম্ভিক মূল্য টাকা ৩৬৫,০০০/-, ঢাকা মোটর শো চলাকালীন (১-৩ মে পর্যন্ত) উত্তরা মোটর্স এর প্যাভিলিয়নে এফ২৫০ বুকিং দিয়ে ১৫,০০০ টাকা ক্যাশ ব্যাকের সুযোগ গতকাল শেষ হয়েছে।