নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শুক্রবাদে পার্লারের হোম সার্ভিসের কথা বলে ডেকে এনে এক অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ রিয়াদ ও ইয়াছিন হোসেন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দুই যুবককে বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। সেবা নেওয়ার নামে এক নারী অনলাইন অ্যাপের মাধ্যমে ওই বিউটিউটিশিয়ানক বাসায় ডেকে আনে। এরপরই দলবদ্ধ ধর্ষণের ওই ঘটনা ঘটে। বুধবার ভুক্তভোগী নারীর স্বামী রাজধানীর শেরে বাংলানগর থানায় মামলা করেন। মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রিয়াদ শুক্রাবাদ এলাকায় ‘টিকটক রিয়াদ’ নামে পরিচিত। এলাকায় বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে বেশ প্রভাব নিয়ে তিনি চলাফেরা করেন।
বিউটিশিয়ানকে কাউন্সিলিং করা হবে: ডা. বিলকিস
রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিউটিশিয়ান এখন ঢাকা মেডিকেল হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তার বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে এবং আরো কিছু পরীক্ষা চলছে। বৃহস্পতিবার দুপুরে ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, বিউটিশিয়ান নারীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। যেহেতু ওই নারী অন্তঃসত্ত্বা আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা বাকি আছে। সেটা করা হচ্ছে, সেটার রিপোর্ট দেখে বোঝা যাবে পেটের বাচ্চার কী অবস্থা।তিনি বলেন, এছাড়া তিনি খুব কান্নাকাটি করছেন। তাই তাকে কাউন্সিলিং করার প্রস্তুতি চলছে।
পার্লারের হোম সার্ভিস: দলবদ্ধ ধর্ষণের ঘটনায় টিকটক রিয়াদসহ দুজন গ্রেপ্তার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ