ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

পার্থ টেস্টে থাকছেন না রোহিত

  • আপডেট সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: শঙ্কা অবশেষে সত্যি হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে থাকছেন না রোহিত শর্মা। দ্বিতীয়বারের মতো বাবা হওয়ায় পরিবারের সঙ্গে আরো সময় কাটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে বাড়তি ছুটি চেয়েছেন তিনি। ভারতীয় অধিনায়কের চাওয়া মঞ্জুরও করেছে বিসিসিআই। আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। রোহিতের পরিবর্তে পার্থে খেলবেন দেবদূত পাডিক্কাল। ভারতের ‘এ’ দলের হয়ে বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছে ২৪ বছর বয়সী ওপেনার। সেখান থেকেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রোহিত না থাকায় পার্থ টেস্টে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে ২০২২ সালে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ভারতের এই পেসার। রোহিতের সঙ্গে এই টেস্টে নাও পেতে পারে টপ অর্ডার ব্যাটার শুবমান গিলকে। যদিও দলের সঙ্গেই আছেন তিনি। তবে ক্যাচের অনুশীলন করার সময় বাঁ হাতের বুড়ো আঙুল ফেটে যায় তার। ফলে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পার্থ টেস্টে থাকছেন না রোহিত

আপডেট সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: শঙ্কা অবশেষে সত্যি হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে থাকছেন না রোহিত শর্মা। দ্বিতীয়বারের মতো বাবা হওয়ায় পরিবারের সঙ্গে আরো সময় কাটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে বাড়তি ছুটি চেয়েছেন তিনি। ভারতীয় অধিনায়কের চাওয়া মঞ্জুরও করেছে বিসিসিআই। আগামী ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। রোহিতের পরিবর্তে পার্থে খেলবেন দেবদূত পাডিক্কাল। ভারতের ‘এ’ দলের হয়ে বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছে ২৪ বছর বয়সী ওপেনার। সেখান থেকেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রোহিত না থাকায় পার্থ টেস্টে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে ২০২২ সালে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ভারতের এই পেসার। রোহিতের সঙ্গে এই টেস্টে নাও পেতে পারে টপ অর্ডার ব্যাটার শুবমান গিলকে। যদিও দলের সঙ্গেই আছেন তিনি। তবে ক্যাচের অনুশীলন করার সময় বাঁ হাতের বুড়ো আঙুল ফেটে যায় তার। ফলে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।