ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পার্থে ভারতের দাপট

  • আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সিরিজের প্রথম টেস্টে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে গতকালকেই প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিন অবশ্য বেশি স্থায়ী হয়নি ইনিংস। ১০৪ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছে। ৪৬ রানের লিড পাওয়া ভারত তার পর দ্বিতীয় দিনের পুরোটাই ব্যাট হাতে রাজত্ব করে গেছে। দুই ওপেনারের দাপটে বিনা উইকেটে দ্বিতীয় ইনিংসে ১৭২ রান তুলেছে তারা। লিড দাঁড়িয়েছে ২১৮ রানের। পার্থে এখন চালকের আসনে সফরকারীরাই। গতকাল ১৭ উইকেট পড়লেও এদিন কোনও উইকেটই ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করা অজি দল যোগ করতে পারে মাত্র ৩৭ রান। যার কৃতিত্ব পেসার মিচেল স্টার্কের। জশ হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ২৫ রান যোগ করেন তিনি। অবশ্য তাতে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে সর্বনিম্ন রানের লজ্জা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে। এটা ছিল তাদের দ্বিতীয় সর্বনিম্ন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তাদের সর্বনিম্ন স্কোরটি ৮৩; মেলবোর্নে তারা সেটা করেছিল ১৯৮১ সালে।
দিনের শুরুতেই অ্যালিক্স ক্যারিকে (২১) ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরা। তাতে এশিয়ার বাইরে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৯বার কপিল দেবের ৫ উইকেট শিকারের কীর্তিতে ভাগ বসিয়েছেন তিনি। সব মিলে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। হর্ষিত রানা ৪৮ রানে নিয়েছেন ৩টি। ২০ রানে দুটি শিকার মোহাম্মদ সিরাজের। ১৫০ রানে প্রথম ইনিংস শেষ করা ভারত তার পর দুই ওপেনার রাহুল আর জয়সওয়ালের ব্যাটেই দাপট দেখিয়েছে। দ্বিতীয় সেশনে কোনও উইকেট না হারিয়ে তারা যোগ করেন ৮৪ রান। আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ওপর চড়াও হয়েছিলেন জয়সওয়াল। গড়েছেন ছক্কার রেকর্ড! দ্বিতীয় ইনিংসে দুটি ছক্কা মেরে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৩৪টি ছক্কা মেরেছেন তিনি। দিন শেষে তিনি সেঞ্চুরির অপেক্ষায়। ব্যাট করছেন ৯০ রানে। রাহুল অবশ্য দেখে শুনে খেলছেন। তিনি অপরাজিত ৬২ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৫০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫১.২ ওভারে ১০৪ (আগের দিন ৬৭/৭) (কেয়ারি ২১, স্টার্ক ২৬, লায়ন ৫, হেইজেলউড ৭*; বুমরাহ ১৮-৬-৩০-৫, সিরাজ ১৩-৭-২০-২, হার্শিত ১৫.২-৩-৪৮-৩, নিতিশ ৩-০-৪-০, ওয়াশিংটন ২-১-১-০)
ভারত ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭২/০ (জয়সয়াওল ৯০*, রাহুল ৬২*; স্টার্ক ১২-২-৪৩-০, হেইজেলউড ১০-৫-৯-০, কামিন্স ১৩-২-৪৪-০, মার্শ ৬-০-২৭-০, লায়ন ১৩-৩-২৮-০, লাবুশেন ২-০-২-০, হেড ১-০-৮-০)

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পার্থে ভারতের দাপট

আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: সিরিজের প্রথম টেস্টে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে গতকালকেই প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিন অবশ্য বেশি স্থায়ী হয়নি ইনিংস। ১০৪ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছে। ৪৬ রানের লিড পাওয়া ভারত তার পর দ্বিতীয় দিনের পুরোটাই ব্যাট হাতে রাজত্ব করে গেছে। দুই ওপেনারের দাপটে বিনা উইকেটে দ্বিতীয় ইনিংসে ১৭২ রান তুলেছে তারা। লিড দাঁড়িয়েছে ২১৮ রানের। পার্থে এখন চালকের আসনে সফরকারীরাই। গতকাল ১৭ উইকেট পড়লেও এদিন কোনও উইকেটই ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করা অজি দল যোগ করতে পারে মাত্র ৩৭ রান। যার কৃতিত্ব পেসার মিচেল স্টার্কের। জশ হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ২৫ রান যোগ করেন তিনি। অবশ্য তাতে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে সর্বনিম্ন রানের লজ্জা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে। এটা ছিল তাদের দ্বিতীয় সর্বনিম্ন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তাদের সর্বনিম্ন স্কোরটি ৮৩; মেলবোর্নে তারা সেটা করেছিল ১৯৮১ সালে।
দিনের শুরুতেই অ্যালিক্স ক্যারিকে (২১) ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ করেন ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরা। তাতে এশিয়ার বাইরে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৯বার কপিল দেবের ৫ উইকেট শিকারের কীর্তিতে ভাগ বসিয়েছেন তিনি। সব মিলে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। হর্ষিত রানা ৪৮ রানে নিয়েছেন ৩টি। ২০ রানে দুটি শিকার মোহাম্মদ সিরাজের। ১৫০ রানে প্রথম ইনিংস শেষ করা ভারত তার পর দুই ওপেনার রাহুল আর জয়সওয়ালের ব্যাটেই দাপট দেখিয়েছে। দ্বিতীয় সেশনে কোনও উইকেট না হারিয়ে তারা যোগ করেন ৮৪ রান। আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ওপর চড়াও হয়েছিলেন জয়সওয়াল। গড়েছেন ছক্কার রেকর্ড! দ্বিতীয় ইনিংসে দুটি ছক্কা মেরে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৩৪টি ছক্কা মেরেছেন তিনি। দিন শেষে তিনি সেঞ্চুরির অপেক্ষায়। ব্যাট করছেন ৯০ রানে। রাহুল অবশ্য দেখে শুনে খেলছেন। তিনি অপরাজিত ৬২ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৫০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫১.২ ওভারে ১০৪ (আগের দিন ৬৭/৭) (কেয়ারি ২১, স্টার্ক ২৬, লায়ন ৫, হেইজেলউড ৭*; বুমরাহ ১৮-৬-৩০-৫, সিরাজ ১৩-৭-২০-২, হার্শিত ১৫.২-৩-৪৮-৩, নিতিশ ৩-০-৪-০, ওয়াশিংটন ২-১-১-০)
ভারত ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭২/০ (জয়সয়াওল ৯০*, রাহুল ৬২*; স্টার্ক ১২-২-৪৩-০, হেইজেলউড ১০-৫-৯-০, কামিন্স ১৩-২-৪৪-০, মার্শ ৬-০-২৭-০, লায়ন ১৩-৩-২৮-০, লাবুশেন ২-০-২-০, হেড ১-০-৮-০)