ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

পার্থে ভয়াবহ ব্যাটিং ধস, ১ রানে ৮ উইকেট পতনের ভুতুড়ে ম্যাচ

  • আপডেট সময় : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ১০ রানে তিন উইকেট কিংবা ৫০ রানে সাত-আট উইকেট পড়লেই তা ব্যাটিং ধস হিসেবে আখ্যা পায়। কিন্তু পার্থে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপে যা হলো, তা সম্ভবত পাল্টে দিলো ব্যাটিং ধসের সংজ্ঞা! তাসমানিয়ার অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্সে শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১ রানেই হারালো ৮ উইকেট, তাও রানটি এসেছে ওয়াইড থেকে!
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২ উইকেটে ৫২ রান করেছিল। তারপর অভূতপূর্ব ব্যাটিং ধসে ২০.১ ওভারে ৫৩ রানে অলআউট হয় তারা। স্পিনার বেউ ওয়েবস্টার এই ব্যাটিং ধসের মূল কারিগর। দুটি মেডেনসহ ছয় ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৬ উইকেট। পেসার বিলি স্টানলেক ৭.১ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নিয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুজনে একসঙ্গে তারকাখচিত ব্যাটিং লাইনআপকে ধ্বংসস্তূপ বানিয়ে ওয়েস্ট অস্ট্রেলিয়াকে দুঃস্বপ্ন দেখান। এই ধসের শুরু হয় ১৬তম ওভারে ৩ নম্বর ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট (১৪) ওয়েবস্টারের বলে এলবিডব্লিউ হলে। ৩ উইকেটে স্কোর ৫২ রান। দুই বল পর আবারও আঘাত হানেন ওয়েবস্টার। প্রতিপক্ষ অধিনায়ক অ্যাস্টন টার্নার ডাক মারেন। তিনিসহ ছয় ব্যাটার তাদের রানের খাতা খুলতে পারেননি। একই ওভারে জশ ইংলিশ (১) ও হিল্টন কার্টরাইটকে (০) মাঠছাড়া করেন স্টানলেক। ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে আর দাঁড়াতে পারেনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ওয়েবস্টার ফিরে কুপার কনলি (০), ঝাই রিচার্ডসন (০) ও জোয়েল প্যারিসকে (০) ফিরিয়ে ছয় উইকেট দখল করেন। স্টানলেক ইনিংস শেষ করেন অ্যাস্টন অ্যাগারকে ফিরিয়ে। ওপেনার ডি’আর্চি শর্ট ৪১ বলে ২২ রানের সেরা ইনিংস খেলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অভাবনীয় ধসের মধ্যে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। তাসমানিয়া মাত্র ৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৫৫ রান করে। ওপেনার মিচেল ওয়েন ১৭ বলে ২৯ রান করেন এবং ম্যাথু ওয়েড ১৩ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পার্থে ভয়াবহ ব্যাটিং ধস, ১ রানে ৮ উইকেট পতনের ভুতুড়ে ম্যাচ

আপডেট সময় : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ১০ রানে তিন উইকেট কিংবা ৫০ রানে সাত-আট উইকেট পড়লেই তা ব্যাটিং ধস হিসেবে আখ্যা পায়। কিন্তু পার্থে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপে যা হলো, তা সম্ভবত পাল্টে দিলো ব্যাটিং ধসের সংজ্ঞা! তাসমানিয়ার অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্সে শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১ রানেই হারালো ৮ উইকেট, তাও রানটি এসেছে ওয়াইড থেকে!
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২ উইকেটে ৫২ রান করেছিল। তারপর অভূতপূর্ব ব্যাটিং ধসে ২০.১ ওভারে ৫৩ রানে অলআউট হয় তারা। স্পিনার বেউ ওয়েবস্টার এই ব্যাটিং ধসের মূল কারিগর। দুটি মেডেনসহ ছয় ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৬ উইকেট। পেসার বিলি স্টানলেক ৭.১ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নিয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুজনে একসঙ্গে তারকাখচিত ব্যাটিং লাইনআপকে ধ্বংসস্তূপ বানিয়ে ওয়েস্ট অস্ট্রেলিয়াকে দুঃস্বপ্ন দেখান। এই ধসের শুরু হয় ১৬তম ওভারে ৩ নম্বর ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট (১৪) ওয়েবস্টারের বলে এলবিডব্লিউ হলে। ৩ উইকেটে স্কোর ৫২ রান। দুই বল পর আবারও আঘাত হানেন ওয়েবস্টার। প্রতিপক্ষ অধিনায়ক অ্যাস্টন টার্নার ডাক মারেন। তিনিসহ ছয় ব্যাটার তাদের রানের খাতা খুলতে পারেননি। একই ওভারে জশ ইংলিশ (১) ও হিল্টন কার্টরাইটকে (০) মাঠছাড়া করেন স্টানলেক। ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে আর দাঁড়াতে পারেনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ওয়েবস্টার ফিরে কুপার কনলি (০), ঝাই রিচার্ডসন (০) ও জোয়েল প্যারিসকে (০) ফিরিয়ে ছয় উইকেট দখল করেন। স্টানলেক ইনিংস শেষ করেন অ্যাস্টন অ্যাগারকে ফিরিয়ে। ওপেনার ডি’আর্চি শর্ট ৪১ বলে ২২ রানের সেরা ইনিংস খেলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অভাবনীয় ধসের মধ্যে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। তাসমানিয়া মাত্র ৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৫৫ রান করে। ওপেনার মিচেল ওয়েন ১৭ বলে ২৯ রান করেন এবং ম্যাথু ওয়েড ১৩ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ