ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পারিশ্রমিক না পেয়ে এবার বিসিবির কাছে বিদেশি ক্রিকেটারের নালিশ

  • আপডেট সময় : ০৫:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিপিএলের একেকটা নতুন আসর আসে একগাঁদা আশা-আকাঙ্ক্ষার বুলি উড়িয়ে। যা হতাশায় রূপ নিতে খুব বেশি সময় লাগে না। চলমান বিপিএল শুরুর আগেও বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার মতো আয়োজনের স্বপ্ন দেখিয়েছেন বিসিবি কর্মকর্তারা। কিন্তু প্রতিবারের মতোই এবারও সেই পারিশ্রমিক বিতর্ক। কম-বেশি প্রায় সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অভিযোগ থাকলেও তাতে এককাঠি এগিয়ে ‘দুর্বার রাজশাহী’।

এবার বিষয়টি নিয়ে এক বিদেশি ক্রিকেটারের কাছ থেকেই সরাসরি অভিযোগ এলো। পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল রাজশাহী। যারা চলমান একাদশ বিপিএলে নবাগত দল। পারিশ্রমিক না দেওয়ায় কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। পরে দলের পক্ষ থেকে তা সমাধান করার ঘোষণা দিলেও, এখনও প্রাপ্য টাকা পাননি বলেই অভিযোগ রয়েছে। তেমনই একজন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন।

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়ে তিনি বিসিবির দ্বারস্থ হয়েছেন। আসর শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে লঙ্কান পেসার লাহিরু সামারাকুনকে দলে ভেড়ায় দুর্বার রাজশাহী। চুক্তি অনুসারে দলটির কাছে তিনি ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা) পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। তবে তিনি এখন পর্যন্ত কোনো পারিশ্রমিকই নাকি বুঝে পাননি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশের একটি ইংরেজি গণমাধ্যম। তাদের দাবি– বিসিবিকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি খুদে বার্তায় অভিযোগ দিয়েছেন সামারাকুন।

বিসিবির এক কর্মকর্তা ওই প্রতিবেদনে বলেন, ‘আমি আপনাদেরকে সঠিক নাম জানাতে পারছি না, কারণ কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে আমরা এমন বার্তা পাচ্ছি এবং ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা বলছি।’ তবে গণমাধ্যমটি নিশ্চিত হয়েছে যে, সেই ক্রিকেটার রাজশাহীর হয়ে চলতি বিপিএলে একটি ম্যাচ খেলা সামারাকুন। তিনি ফোনকলে যোগাযোগ করতে না পারায়, বিসিবির কাছে বার্তা পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এর আগে কেবল অনুশীলন বর্জনেই আটকে থাকেননি ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা, পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে তারা রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন। পরে বিসিবির সঙ্গে বৈঠকসহ নানা আলোচনার পর ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা জানায় দলটি। এরই মাঝে গতকাল (সোমবার) হঠাৎ করে এনামুল হক বিজয়কে অধিনায়ক থেকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর এবার এলো সামারাকুনের অভিযোগ দেওয়ার খবর!

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পারিশ্রমিক না পেয়ে এবার বিসিবির কাছে বিদেশি ক্রিকেটারের নালিশ

আপডেট সময় : ০৫:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: বিপিএলের একেকটা নতুন আসর আসে একগাঁদা আশা-আকাঙ্ক্ষার বুলি উড়িয়ে। যা হতাশায় রূপ নিতে খুব বেশি সময় লাগে না। চলমান বিপিএল শুরুর আগেও বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার মতো আয়োজনের স্বপ্ন দেখিয়েছেন বিসিবি কর্মকর্তারা। কিন্তু প্রতিবারের মতোই এবারও সেই পারিশ্রমিক বিতর্ক। কম-বেশি প্রায় সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অভিযোগ থাকলেও তাতে এককাঠি এগিয়ে ‘দুর্বার রাজশাহী’।

এবার বিষয়টি নিয়ে এক বিদেশি ক্রিকেটারের কাছ থেকেই সরাসরি অভিযোগ এলো। পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল রাজশাহী। যারা চলমান একাদশ বিপিএলে নবাগত দল। পারিশ্রমিক না দেওয়ায় কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। পরে দলের পক্ষ থেকে তা সমাধান করার ঘোষণা দিলেও, এখনও প্রাপ্য টাকা পাননি বলেই অভিযোগ রয়েছে। তেমনই একজন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন।

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়ে তিনি বিসিবির দ্বারস্থ হয়েছেন। আসর শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে লঙ্কান পেসার লাহিরু সামারাকুনকে দলে ভেড়ায় দুর্বার রাজশাহী। চুক্তি অনুসারে দলটির কাছে তিনি ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা) পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। তবে তিনি এখন পর্যন্ত কোনো পারিশ্রমিকই নাকি বুঝে পাননি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশের একটি ইংরেজি গণমাধ্যম। তাদের দাবি– বিসিবিকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি খুদে বার্তায় অভিযোগ দিয়েছেন সামারাকুন।

বিসিবির এক কর্মকর্তা ওই প্রতিবেদনে বলেন, ‘আমি আপনাদেরকে সঠিক নাম জানাতে পারছি না, কারণ কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে আমরা এমন বার্তা পাচ্ছি এবং ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা বলছি।’ তবে গণমাধ্যমটি নিশ্চিত হয়েছে যে, সেই ক্রিকেটার রাজশাহীর হয়ে চলতি বিপিএলে একটি ম্যাচ খেলা সামারাকুন। তিনি ফোনকলে যোগাযোগ করতে না পারায়, বিসিবির কাছে বার্তা পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এর আগে কেবল অনুশীলন বর্জনেই আটকে থাকেননি ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা, পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে তারা রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন। পরে বিসিবির সঙ্গে বৈঠকসহ নানা আলোচনার পর ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা জানায় দলটি। এরই মাঝে গতকাল (সোমবার) হঠাৎ করে এনামুল হক বিজয়কে অধিনায়ক থেকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর এবার এলো সামারাকুনের অভিযোগ দেওয়ার খবর!