ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ

  • আপডেট সময় : ০৫:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বসতবাড়ির পেছনের পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫ থেকে ২০টি কটটেল বিস্ফোরণর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের পরিত্যক্ত পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

বিস্ফোরিত ককটেলের আঘাতে ভেঙে গেছে কবরস্থানের দেওয়া সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। তবে পুলিশের দাবি- সেখানে ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয় এলাকার লোকজন। এ সময় ধোঁয়া উড়তে দেখা যায় এবং পরে এলাকার লোকজন ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পায়। একটি পারিবারিক কবরস্থানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫ থেকে ২০টি ককটেল সেখানে মজুত ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে পুঁতে রাখা অবস্থায় ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান আছে।

এসি/আপ্র/১৫/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৫:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বসতবাড়ির পেছনের পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫ থেকে ২০টি কটটেল বিস্ফোরণর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের পরিত্যক্ত পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

বিস্ফোরিত ককটেলের আঘাতে ভেঙে গেছে কবরস্থানের দেওয়া সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। তবে পুলিশের দাবি- সেখানে ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয় এলাকার লোকজন। এ সময় ধোঁয়া উড়তে দেখা যায় এবং পরে এলাকার লোকজন ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পায়। একটি পারিবারিক কবরস্থানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫ থেকে ২০টি ককটেল সেখানে মজুত ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে পুঁতে রাখা অবস্থায় ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান আছে।

এসি/আপ্র/১৫/০৯/২০২৫