ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

পারস্য উপসাগরে ইসরাইলের তৎপরতা সহ্য করা হবে না: জেনারেল সালামি

  • আপডেট সময় : ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি কিছু আঞ্চলিক দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, কৌশলগত পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের উপস্থিতি নিরাপত্তাহীনতার প্রধান কারণ। একইসঙ্গে তেল আবিব সরকারের সঙ্গে তাদের লেনদেন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। মেজর জেনারেল হোসেইন সালামি গত বুধবার পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান সাগরের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে কৌশলগত এসব অঞ্চলে ইসরাইলের গতিবিধির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন দুর্ভাগ্যবশত পারস্য উপসাগরের দক্ষিণ অংশের কিছু সরকার ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাথে রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক স্থাপন করেছে যা এই অঞ্চলের নিরাপত্তার জন্য বিশেষ করে এসব দেশের শাসনব্যবস্থাগুলোর জন্যই মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। জেনারেল সালামি বলেন আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি এবং সতর্ক করে দিচ্ছি যে এই ধরনের সম্পর্ক অব্যাহত রাখা মোটেই গ্রহণযোগ্য নয়। আইআরজিসির প্রধান কমান্ডার আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়ে আরো বলেন, ইসরায়েলের উপস্থিতি কেবল পারস্য উপসাগরেই নয়, বিশ্বের যেকোনও স্থানেই নিরাপত্তাহীনতার উৎস তৈরি করে।গত রোববার মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা অধিকৃত ফিলিস্তিনের নেগ্বেব অঞ্চলে মার্কিন ও ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার পর জেনারেল সালামির এসব বক্তব্য এলো। ওই চার মন্ত্রীর বৈঠকে ইরান প্রসঙ্গ, ইউক্রেন সংকট এবং ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিষয় গুরুত্ব পেয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পারস্য উপসাগরে ইসরাইলের তৎপরতা সহ্য করা হবে না: জেনারেল সালামি

আপডেট সময় : ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি কিছু আঞ্চলিক দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, কৌশলগত পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের উপস্থিতি নিরাপত্তাহীনতার প্রধান কারণ। একইসঙ্গে তেল আবিব সরকারের সঙ্গে তাদের লেনদেন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। মেজর জেনারেল হোসেইন সালামি গত বুধবার পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান সাগরের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে কৌশলগত এসব অঞ্চলে ইসরাইলের গতিবিধির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন দুর্ভাগ্যবশত পারস্য উপসাগরের দক্ষিণ অংশের কিছু সরকার ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাথে রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক স্থাপন করেছে যা এই অঞ্চলের নিরাপত্তার জন্য বিশেষ করে এসব দেশের শাসনব্যবস্থাগুলোর জন্যই মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। জেনারেল সালামি বলেন আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি এবং সতর্ক করে দিচ্ছি যে এই ধরনের সম্পর্ক অব্যাহত রাখা মোটেই গ্রহণযোগ্য নয়। আইআরজিসির প্রধান কমান্ডার আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়ে আরো বলেন, ইসরায়েলের উপস্থিতি কেবল পারস্য উপসাগরেই নয়, বিশ্বের যেকোনও স্থানেই নিরাপত্তাহীনতার উৎস তৈরি করে।গত রোববার মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরোক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা অধিকৃত ফিলিস্তিনের নেগ্বেব অঞ্চলে মার্কিন ও ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার পর জেনারেল সালামির এসব বক্তব্য এলো। ওই চার মন্ত্রীর বৈঠকে ইরান প্রসঙ্গ, ইউক্রেন সংকট এবং ইহুদিবাদী ইসরাইলি শাসকগোষ্ঠীর সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিষয় গুরুত্ব পেয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।