ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

পায়ে ঝিঝি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত

  • আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করছেন। হঠাৎ খেয়াল করলেন কিছুতেই পা নাড়াতে পারছেন না; যেন অবশ হয়ে গেছে। উঠে দাঁড়াতেই বুঝতে পারলেন পায়ে ঝিঝি ধরেছে। কেবল পা নয়, এই অনুভূতি মাঝেমধ্যে হাতেও হতে পারে। কিন্তু কেন ঝি ঝি ধরে? এটি সাধারণ কোনো স্বাস্থ্য সমস্যা, নাকি অন্য কোনো রোগের ইঙ্গিত দেয়? চলুন জানা যাক-

পায়ে ঝিঝি ধরে কেন: চিকিৎসকদের মতে- পা বা হাতের পেশিগুলোকে যে স্নায়ু নিয়ন্ত্রণ করে, এর ওপর চাপ পড়লেই এমনটা হয়। যে অংশে চাপ পড়ে, সেখানে রক্তজমাট বেঁধে ঝিঝি অনুভূত হয়। চিকিৎসকরা জানান- এই সমস্যা যদি ঘন ঘন হয়, তাহলে সতর্ক হওয়া জরুরি।

স্নায়ুঘটিত সমস্যা: চিকিৎসকরা বলছেন, স্নায়ুঘটিত সমস্যা যদি দীর্ঘদিন ধরে শরীরে বাসা বেঁধে থাকে, তাহলে ঝিঝি ধরার সমস্যা হতে পারে। এক্ষেত্রে পা ও শরীরের অন্যান্য অংশে তীব্র ব্যথা এবং জ্বালাও হতে পারে। বিশেষ করে কোনো সংক্রমণের কারণে কিংবা বয়সের কারণেও এই ধরনের সমস্যা হতে পারে। তাই ঝিঝি ধরার সমস্যাকে অবহেলা করা উচিত নয়।

থাইরয়েডের সমস্যা: অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকলেও পায়ে ঝি ঝি ধরতে পারে। গলার থাইরয়েড গ্রন্থিতে সমস্যা থাকার কারণে হাত-পা অসাড় হয়ে যায় বা হাত-পায়ে ঝিঝি ধরে। তাই এই সমস্যা বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ভিটামিনের ঘাটতি: শরীরে কিছু ভিটামিনের ঘাটতি হলে তার ইঙ্গিতও পাওয়া যায় পায়ে ঝি ঝি ধরার মাধ্যমে। ভিটামিন এ, ভিটামিন ডি-এর ঘাটতি হলেও এই সমস্যা হতে পারে।

পায়ে ঝি ঝি ধরার সমস্যাকে বেশিরভাগ মানুষ পাত্তা দেন না। তবে এটি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত বহন করতে পারে। তাই সচেতন থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

পায়ে ঝিঝি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত

আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

প্রত্যাশা ডেস্ক: দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করছেন। হঠাৎ খেয়াল করলেন কিছুতেই পা নাড়াতে পারছেন না; যেন অবশ হয়ে গেছে। উঠে দাঁড়াতেই বুঝতে পারলেন পায়ে ঝিঝি ধরেছে। কেবল পা নয়, এই অনুভূতি মাঝেমধ্যে হাতেও হতে পারে। কিন্তু কেন ঝি ঝি ধরে? এটি সাধারণ কোনো স্বাস্থ্য সমস্যা, নাকি অন্য কোনো রোগের ইঙ্গিত দেয়? চলুন জানা যাক-

পায়ে ঝিঝি ধরে কেন: চিকিৎসকদের মতে- পা বা হাতের পেশিগুলোকে যে স্নায়ু নিয়ন্ত্রণ করে, এর ওপর চাপ পড়লেই এমনটা হয়। যে অংশে চাপ পড়ে, সেখানে রক্তজমাট বেঁধে ঝিঝি অনুভূত হয়। চিকিৎসকরা জানান- এই সমস্যা যদি ঘন ঘন হয়, তাহলে সতর্ক হওয়া জরুরি।

স্নায়ুঘটিত সমস্যা: চিকিৎসকরা বলছেন, স্নায়ুঘটিত সমস্যা যদি দীর্ঘদিন ধরে শরীরে বাসা বেঁধে থাকে, তাহলে ঝিঝি ধরার সমস্যা হতে পারে। এক্ষেত্রে পা ও শরীরের অন্যান্য অংশে তীব্র ব্যথা এবং জ্বালাও হতে পারে। বিশেষ করে কোনো সংক্রমণের কারণে কিংবা বয়সের কারণেও এই ধরনের সমস্যা হতে পারে। তাই ঝিঝি ধরার সমস্যাকে অবহেলা করা উচিত নয়।

থাইরয়েডের সমস্যা: অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকলেও পায়ে ঝি ঝি ধরতে পারে। গলার থাইরয়েড গ্রন্থিতে সমস্যা থাকার কারণে হাত-পা অসাড় হয়ে যায় বা হাত-পায়ে ঝিঝি ধরে। তাই এই সমস্যা বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ভিটামিনের ঘাটতি: শরীরে কিছু ভিটামিনের ঘাটতি হলে তার ইঙ্গিতও পাওয়া যায় পায়ে ঝি ঝি ধরার মাধ্যমে। ভিটামিন এ, ভিটামিন ডি-এর ঘাটতি হলেও এই সমস্যা হতে পারে।

পায়ে ঝি ঝি ধরার সমস্যাকে বেশিরভাগ মানুষ পাত্তা দেন না। তবে এটি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত বহন করতে পারে। তাই সচেতন থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

আজকের প্রত্যাশা/কেএমএএ