রাঙামাটি সংবাদদাতা : ভূমি ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে ১০ জুন রাঙামাটিতে ৬৮০ জনকে জমি ও ঘর দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জানান জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান। জেলা প্রশাসক বলেন, পঞ্চম পর্যায়ের প্রথম ধাপে ২০২৩ সালের ১৪ নভেম্বর ৮৬০টি ঘরের মধ্যে ১২৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে রাঙামাটির ৬৮০ জনকে জমি ও ঘর দেওয়া হবে। বর্তমানে আরও ৫৭টি ঘর প্রস্তুত করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি (ভিডিও কনফারেন্স) ভূমি ও গৃহহীন পরিবারকে এসব ঘর-জমি দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন।
জনপ্রিয় সংবাদ