ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পানি নেই হাসপাতালে, সঙ্কটমোচনে ফায়ার সার্ভিস

  • আপডেট সময় : ০৭:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সংবাদদাতা :কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তিনদিন ধরে পানি না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। ফলে রোববার (১৯ জানুয়ারি) রাত থেকে হাসপাতালে পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার রাতে ৮ হাজার ৬০০ লিটার পানি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ট্যাংকিতে সরবরাহ করা হয়। এতে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

হাসপাতালে পানি সরবরাহ করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, হাসপাতালের ছয়তলায় ১০ ঘোড়ার একটি বড় মোটর রয়েছে। ২০২০ সালে লাগানো এ মোটরটি প্রায় সমস্যা করে।

কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় পানির সমস্যা সৃষ্টি হয়েছে। গত তিনদিন ধরে হাসপাতালে পানি নেই। এতে রোগী ও তাদের স্বজনদের এবং স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, এ কথা চিন্তা করে সিভিল সার্জনের সহায়তায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে অনুরোধ করলে তারা ঢাকা ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের পানি সরবরাহ করেছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপাতত আমরা দুই গাড়ি পানি এনে রোববার রাতে হাসপাতালের পানির ট্যাংকিতে সরবরাহ করেছে। সোমবারও পানি দিবে। আশা করছি আজকের মধ্যে পানির সমস্যা সমাধান হয়ে যাবে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা হাসপাতালে পানি দিতে অনুমতি দেয়। পরে আমরা দুই গাড়ি পানি সরবরাহ করি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পানি নেই হাসপাতালে, সঙ্কটমোচনে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৭:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

কিশোরগঞ্জ সংবাদদাতা :কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তিনদিন ধরে পানি না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। ফলে রোববার (১৯ জানুয়ারি) রাত থেকে হাসপাতালে পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার রাতে ৮ হাজার ৬০০ লিটার পানি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ট্যাংকিতে সরবরাহ করা হয়। এতে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

হাসপাতালে পানি সরবরাহ করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, হাসপাতালের ছয়তলায় ১০ ঘোড়ার একটি বড় মোটর রয়েছে। ২০২০ সালে লাগানো এ মোটরটি প্রায় সমস্যা করে।

কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় পানির সমস্যা সৃষ্টি হয়েছে। গত তিনদিন ধরে হাসপাতালে পানি নেই। এতে রোগী ও তাদের স্বজনদের এবং স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, এ কথা চিন্তা করে সিভিল সার্জনের সহায়তায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে অনুরোধ করলে তারা ঢাকা ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের পানি সরবরাহ করেছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপাতত আমরা দুই গাড়ি পানি এনে রোববার রাতে হাসপাতালের পানির ট্যাংকিতে সরবরাহ করেছে। সোমবারও পানি দিবে। আশা করছি আজকের মধ্যে পানির সমস্যা সমাধান হয়ে যাবে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা হাসপাতালে পানি দিতে অনুমতি দেয়। পরে আমরা দুই গাড়ি পানি সরবরাহ করি।