পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুসাইন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগছ মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে। হুসাইন ওই এলাকার আজিজুল হকের ছেলে। জানা গেছে, সকালে বাবা-মা হুসাইনকে বাসায় রেখে মাঠে কাজ করতে যান। পরে সে বাড়ির অন্য সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাবা ও মাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। শিশু হুসাইনকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।