আন্তর্জাতিক ডেস্ক: পানামা খাল ও সুয়েজ খাল দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে বিনা মাশুলে চলাচল করতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৬ এপ্রিল) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অবিলম্বে এ বিষয়টি দেখার ও পরিস্থিতি মনে রাখার জন্য বলেছি।
পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী সবচেয়ে সংঙ্কীর্ণ ভূভাগের মধ্য দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই খাল দিয়ে জাহাজগুলো দুই মহাসাগরের মধ্যে দ্রুততম সময়ে চলাচল করতে পারে। প্রতি বছর এই খালটি যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ শতাংশ কন্টেইনার পরিবহন করে।
প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ ঘটাতে কৃত্রিম জলপথ পানামা খাল খনন করা হয়েছিল। ১৯০৪ থেকে ১৯১৪ সালের মধ্যে নির্মিত খালটির বেশিরভাগ অংশই যুক্তরাষ্ট্র করেছিল। তারপর থেকে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট খাল ও সংলগ্ন এলাকাগুলো পরিচালনা করে আসছিল।
১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বরে যুক্তরাষ্ট্র খালটির মালিকানা পানামার কাছে হস্তান্তর করে। তারপর থেকে খালটির মালিক পানামা।
ট্রাম্প বারবার বলেছেন, তিনি এই খালের মালিকানা ‘ফেরত’ নিতে চান। এক্ষেত্রে অর্থনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করার বিষয়টিও উড়িয়ে দেননি তিনি। ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে ওই সময় থেকে যুক্তরাষ্ট্রের সরকারি জলযানগুলো কোনো মাশুল ছাড়াই পানামা খাল পাড়ি দিতে পারবে। অপরদিকে সুয়েজ খাল নির্মাণে ইউরোপীয়দের ভূমিকা থাকলেও এখন এটি সম্পূর্ণভাবে মিশরের রাষ্ট্র্রায়ত্ত সম্পত্তি।