ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

পানশিরে বিরোধীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ

  • আপডেট সময় : ১০:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পানশিরে তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ চলছে। সেখানকার বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তালেবানের এক নেতার পোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।
মুহাম্মদ জালাল নামের ওই তালেবান নেতা টুইটে জানান, গতকাল রাত থেকে পানশিরে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত কয়েক ডজনের বেশি তল্লাশিচৌকি তাঁরা দখলে নিয়েছেন। ওই টুইটে আজ সকালের পানশিরের একটি ছবি সংযুক্ত করা হয়। সেখানে পাহাড়ের ওপর একটি তল্লাশিচৌকিতে আগুন জ্বলতে দেখা যায়।
আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পানশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তবে এখনো নিয়ন্ত্রণে বাইরে রয়েছে পানশির। কাবুল পতনের পর পানশিরে একত্র হচ্ছিলেন তালেবান বিরোধীরা। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের প্রয়াত মোজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।
এর আগে গতকাল তালেবানদের পানশির ঘিরে ফেলার খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। সেখানে থাকা বিদ্রোহীদের সমঝোতায় আসতে আহ্বান জানায় তারা। বিদ্রোহীদের অস্ত্রসমর্পণ করার নির্দেশনা দিয়ে গতকাল তালেবান নেতা আমিক খান মোতাক্বি বলেন, আফগানিস্তান ইসলামিক প্রজাতন্ত্র।
পানশির চারদিক ঘিরে ফেলা হয়েছে বলে সেদিন উল্লেখ করেন আমিক খান মোতাক্বি। বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো কিংবা মার্কিন সেনাদের সহায়তা নিয়েও তারা তালেবানকে পরাজিত করতে পারবে না। তাই শান্তিপূর্ণভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পানশিরে বিরোধীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ

আপডেট সময় : ১০:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পানশিরে তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ চলছে। সেখানকার বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তালেবানের এক নেতার পোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।
মুহাম্মদ জালাল নামের ওই তালেবান নেতা টুইটে জানান, গতকাল রাত থেকে পানশিরে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত কয়েক ডজনের বেশি তল্লাশিচৌকি তাঁরা দখলে নিয়েছেন। ওই টুইটে আজ সকালের পানশিরের একটি ছবি সংযুক্ত করা হয়। সেখানে পাহাড়ের ওপর একটি তল্লাশিচৌকিতে আগুন জ্বলতে দেখা যায়।
আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পানশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তবে এখনো নিয়ন্ত্রণে বাইরে রয়েছে পানশির। কাবুল পতনের পর পানশিরে একত্র হচ্ছিলেন তালেবান বিরোধীরা। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের প্রয়াত মোজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।
এর আগে গতকাল তালেবানদের পানশির ঘিরে ফেলার খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। সেখানে থাকা বিদ্রোহীদের সমঝোতায় আসতে আহ্বান জানায় তারা। বিদ্রোহীদের অস্ত্রসমর্পণ করার নির্দেশনা দিয়ে গতকাল তালেবান নেতা আমিক খান মোতাক্বি বলেন, আফগানিস্তান ইসলামিক প্রজাতন্ত্র।
পানশির চারদিক ঘিরে ফেলা হয়েছে বলে সেদিন উল্লেখ করেন আমিক খান মোতাক্বি। বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো কিংবা মার্কিন সেনাদের সহায়তা নিয়েও তারা তালেবানকে পরাজিত করতে পারবে না। তাই শান্তিপূর্ণভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে।