ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ বাতিলের দাবিতে এনসিটিবি অবরোধ

  • আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

রোববার সকালে প্রথমে এনসিটিবির সামনে বিক্ষোভ পরে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থলে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করার প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।

রোববার (১২ জানুয়ারি) সকালে প্রথমে এনসিটিবির সামনে বিক্ষোভ পরে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

রোববার সকালে প্রথমে এনসিটিবির সামনে বিক্ষোভ

এনসিটিবির কর্মকর্তারা বলেন, একদল শিক্ষার্থী সকালে ভবনের সামনে জড়ো হয়ে নবম শ্রেণির ব্যাকরণ বইয়ে আদিবাসী শব্দ ব্যবহার করার প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে এনসিটিবির কর্তৃপক্ষের বাধার মুখে এগোতে না পেরে গেটের সামনেই বসে পড়েন। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এনসিটিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা দাবি করেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ উঠিয়ে দিতে হবে। এর আগে এ শব্দটি তুলে দিয়ে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করাকে ভারতের চক্রান্ত বলেন শিক্ষার্থীরা। এছাড়াও বইয়ে সমকামিতা শব্দ উঠিয়ে দিতে হবে বলেও দাবি করেন। তারা বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া হলে সমস্ত বই পুড়িয়ে দেওয়া হবে। দাবি মেনে নিয়ে বিবৃতি দেওয়া হলে আমরা চলে যাবো।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ বাতিলের দাবিতে এনসিটিবি অবরোধ

আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থলে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করার প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।

রোববার (১২ জানুয়ারি) সকালে প্রথমে এনসিটিবির সামনে বিক্ষোভ পরে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

রোববার সকালে প্রথমে এনসিটিবির সামনে বিক্ষোভ

এনসিটিবির কর্মকর্তারা বলেন, একদল শিক্ষার্থী সকালে ভবনের সামনে জড়ো হয়ে নবম শ্রেণির ব্যাকরণ বইয়ে আদিবাসী শব্দ ব্যবহার করার প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে এনসিটিবির কর্তৃপক্ষের বাধার মুখে এগোতে না পেরে গেটের সামনেই বসে পড়েন। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এনসিটিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা দাবি করেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ উঠিয়ে দিতে হবে। এর আগে এ শব্দটি তুলে দিয়ে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করাকে ভারতের চক্রান্ত বলেন শিক্ষার্থীরা। এছাড়াও বইয়ে সমকামিতা শব্দ উঠিয়ে দিতে হবে বলেও দাবি করেন। তারা বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া হলে সমস্ত বই পুড়িয়ে দেওয়া হবে। দাবি মেনে নিয়ে বিবৃতি দেওয়া হলে আমরা চলে যাবো।