ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

পাঠ্যবইয়ের ভুল সংশোধনে রিভিউ কমিটির বৈঠক

  • আপডেট সময় : ০২:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পাঠ্যবইয়ে নানা ধরনের ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এসব পাঠ্যবইয়ে ভুল সংশোধনে মঙ্গলবার সকালে বৈঠকে বসেছে রিভিউ কমিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিটিবি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান। তিনি বলেন, ভুল সংশোধনে সকাল সাড়ে ৯টা থেকে রিভিউ কমিটি বৈঠক শুরু করেছে। আগামী চার-পাঁচ দিন তারা কাজ করবেন।
জানা গেছে, ভুল সংশোধন করা হলেও বই পাল্টানো হচ্ছে না। রিভিউ কমিটি ভুল চিহ্নিত করতে পারলে যে যে পৃষ্ঠায় ভুল আছে তা সংশোধন করে সে কপি ছাপিয়ে স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে গত সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক অনুষ্ঠানে বলেছিলেন নতুন বছরে পাঠ্যপুস্তকে ভুলভ্রান্তি থাকার কারণ জানতে এনসিটিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিভিউ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাঠ্যবইয়ে কোনো ধরনের ভুল থাকা সমীচীন নয় বলেও জানান তিনি। বলেন, কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের কোন কোন বইয়ে ভুল তথ্য রয়েছে সেসব চিহ্নিত করে সমাধান করা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ের ভুল সংশোধনে রিভিউ কমিটির বৈঠক

আপডেট সময় : ০২:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : পাঠ্যবইয়ে নানা ধরনের ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এসব পাঠ্যবইয়ে ভুল সংশোধনে মঙ্গলবার সকালে বৈঠকে বসেছে রিভিউ কমিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিটিবি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামান। তিনি বলেন, ভুল সংশোধনে সকাল সাড়ে ৯টা থেকে রিভিউ কমিটি বৈঠক শুরু করেছে। আগামী চার-পাঁচ দিন তারা কাজ করবেন।
জানা গেছে, ভুল সংশোধন করা হলেও বই পাল্টানো হচ্ছে না। রিভিউ কমিটি ভুল চিহ্নিত করতে পারলে যে যে পৃষ্ঠায় ভুল আছে তা সংশোধন করে সে কপি ছাপিয়ে স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে গত সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক অনুষ্ঠানে বলেছিলেন নতুন বছরে পাঠ্যপুস্তকে ভুলভ্রান্তি থাকার কারণ জানতে এনসিটিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিভিউ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাঠ্যবইয়ে কোনো ধরনের ভুল থাকা সমীচীন নয় বলেও জানান তিনি। বলেন, কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের কোন কোন বইয়ে ভুল তথ্য রয়েছে সেসব চিহ্নিত করে সমাধান করা হবে।