প্রত্যাশা ডেস্ক : টিকা না নিলেই ব্লক করে দেয়া হতে পারে মোবাইল সিমকার্ড। টিকা দেয়ার ব্যাপারে জনগণের গতি আনতে এমনই উদ্যোগ নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।
একটি সংবাদ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ডা. ইয়াসমিন রাশিদ সম্প্রতি একটি বৈঠক করেন। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল টিকাকরণে গতি আনা। আর এই লক্ষ্যেই টিকা না নিলে সিমকার্ড ব্লক করে দেয়ার চিন্তাভাবনা করছে প্রশাসন। সূত্রের খবর, পাকিস্তানে টিকার প্রথম ডোজ নেয়ার পর প্রায় ৩ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি। অনেকের দ্বিতীয় ডোজ নেয়ার আগেই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই সময় দেশবাসীকে টিকা দিতেই এই পদক্ষেপ নিয়েছে প্রদেশটি। এদিকে, চিনের টিকা নেয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান টুইট করে জানিয়েছেন, শুধু ইমরান খান নন, তার স্ত্রী বুশরা মানেকা বিবিও করোনা আক্রান্ত হন একই দিনে। তবে আপাতত তারা সুস্থ আছেন।
পাঞ্জাবে টিকা না নিলে সিমকার্ড ব্লক!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ