ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণে নিহত ২

  • আপডেট সময় : ১২:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় আদালত ভবনে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলার বাথরুমে বিস্ফোরণটি হয়; এতে বাথরুমের পাশাপাশি ভবনের একাংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে আশপাশের অনেক কক্ষের কাঁচও চুরমার হয়ে পড়ে।
বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলায় সেখানে অনেক লোকের উপস্থিতিও ছিল। বেশ কয়েকটি ভিডিওতে আহতদের ভবনটি থেকে সরিয়ে নিতে এবং পুলিশকে আদালত চত্বরে ভিড় করা লোকজনকে সরিয়ে দিতে দেখা যাচ্ছে।
লুধিয়ানার কেন্দ্রস্থলে অবস্থিত আদালত ভবনের কাছেই পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয় হওয়ায় এ বিস্ফোরণ শহরটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও কী করে আদালত ভবনে বিস্ফোরক গেল তদন্ত কর্মকর্তারা এখন সেদিকেই বেশি নজর দেবেন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দলকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
মুখ্যমন্ত্রী চান্নির পাশাপাশি সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন। “প্রথমে মন্দির অপবিত্র করার অভিযোগে পিটিয়ে হত্যা, এখন বিস্ফোরণ। কিছু মানুষ পাঞ্জাবের শান্তি বিনষ্ট করতে চায়, কিন্তু আমরা তাদের পরিকল্পনা সফল হতে দেবো না,” বলেছেন কেজরিওয়াল।
২০১৭ সালে এক কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের কাছে এক বিস্ফোরণে তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণে নিহত ২

আপডেট সময় : ১২:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় আদালত ভবনে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলার বাথরুমে বিস্ফোরণটি হয়; এতে বাথরুমের পাশাপাশি ভবনের একাংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে আশপাশের অনেক কক্ষের কাঁচও চুরমার হয়ে পড়ে।
বিস্ফোরণের সময় জেলা আদালতের কার্যক্রম চলায় সেখানে অনেক লোকের উপস্থিতিও ছিল। বেশ কয়েকটি ভিডিওতে আহতদের ভবনটি থেকে সরিয়ে নিতে এবং পুলিশকে আদালত চত্বরে ভিড় করা লোকজনকে সরিয়ে দিতে দেখা যাচ্ছে।
লুধিয়ানার কেন্দ্রস্থলে অবস্থিত আদালত ভবনের কাছেই পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয় হওয়ায় এ বিস্ফোরণ শহরটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও কী করে আদালত ভবনে বিস্ফোরক গেল তদন্ত কর্মকর্তারা এখন সেদিকেই বেশি নজর দেবেন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দলকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
মুখ্যমন্ত্রী চান্নির পাশাপাশি সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন। “প্রথমে মন্দির অপবিত্র করার অভিযোগে পিটিয়ে হত্যা, এখন বিস্ফোরণ। কিছু মানুষ পাঞ্জাবের শান্তি বিনষ্ট করতে চায়, কিন্তু আমরা তাদের পরিকল্পনা সফল হতে দেবো না,” বলেছেন কেজরিওয়াল।
২০১৭ সালে এক কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের কাছে এক বিস্ফোরণে তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছিল।