ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

পাঞ্জাবের তিন তরুণে মুগ্ধ পন্টিং

  • আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে ছয় ছক্কা মারা প্রিয়ানশ আরিয়াকে দলে পেয়ে ভীষণ খুশি রিকি পন্টিং। তাকে ওপেনার হিসেবে এবারের আইপিএলে খেলানোর কথা ভাবছেন পাঞ্জাব কিংসের কোচ। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের মন জয় করে নিয়েছেন সুরিয়ানশ শেড়গে ও মুশির খানও। ওই ছয় ছক্কায় ভারতীয় ক্রিকেটে গত বছর আলোড়ন তোলেন আরিয়া। পরে তিনি আলো ছড়ান টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও; গত আসরে এক সেঞ্চুরিতে ৩২৫ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার স্ট্রাইক রেট ছিল ১৭৬.৬৩ ও গড় ৪০.৬২। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ৫৭৩ রান করা ২৪ বছর বয়সী আরিয়াকে গত নভেম্বরের মেগা নিলামে ৩ কোটি ৮০ লাখ রুপিতে দলে টানে পাঞ্জাব। দলটিতে তিনি ছাড়াও ওপেনার আছেন আরও দুই জন; প্রাভসিমরান সিং ও জশ ইংলিস। চান্ডিগাড়ে একটি অনুষ্ঠানে পন্টিং বলেন, ইনিংস শুরু করার সুযোগ পেতে পারেন আরিয়াও। “টুর্নামেন্টে প্রিয়ানশ আরিয়াকে আমাদের জন্য বিশেষ সম্ভাবনাময় ওপেনিং ব্যাটসম্যান মনে হয়।

এটা নির্ভর করছে বিদেশি খেলোয়াড়দের নিয়ে আমরা কীভাবে দল সাজাব, তার ওপর। সে দারুণ সম্ভাবনাময়।” আরিয়ার মতো সৈয়দ মুশতাক আলি ট্রফির গত আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সুরিয়ানশ শেড়গেও। কমপক্ষে ৫০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল তার, ২৫১.৯২। আন্ধ্রা প্রদেশের বিপক্ষে ২৩০ ও ভিদার্ভার বিপক্ষে ২২২ রান তাড়ায় মুম্বাইয়ের জয়ে বড় ভূমিকা রাখে তার ক্যামিও ইনিংস।

২২ বছর বয়সী সুরিয়ানশ শেড়গে ৯টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ২৫১.৯২ স্ট্রাইক রেটে ১৩১ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪৩.৬৬। বল হাতে ৮ উইকেট নেওয়া এই অলরাউন্ডারকে ৩০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব।
২০ বছর বয়সী মুশির খানের এখনও স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আলোচনায় আসেন এই অলরাউন্ডার। তাকে নিলাম থেকে ৩০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব। গাড়ি দুর্ঘটনায় গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকা মুশির ভারতের আরেক ক্রিকেটার সারফারাজ খানের ছোট ভাই। আইপিএল দিয়ে মাঠে ফেরার আশায় আছেন ৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৫১.১৪ গড়ে ৭১৬ রান করা মুশির।

এই সংস্করণে তার সেঞ্চুরি আছে তিনটি। আইপিএলে প্রথম শিরোপার খোঁজে থাকা পাঞ্জাবের নতুন কোচ পন্টিং আলাদা করে মুগ্ধতার কথা বলেন সুরিয়ানশ শেড়গে ও মুশিরকে নিয়ে। “সুরিয়ানশ শেড়গেও এমন একজন, যে আমাদের অনুশীলনে এখন পর্যন্ত বেশ ভালো করছে। প্রাণশক্তি ও মজা করার কথা বললে, আরেকজন খেলোয়াড় আছে যাকে দেখে আমি মুগ্ধ হই, সে হলো মুশির খান। সে এরই মধ্যে দলে অনেক কিছু বয়ে এনেছে। প্রশিক্ষণ মাঠের চারপাশে এবং দলের চারপাশে এখন পর্যন্ত সে এমন একজন, যার সাথে কাজ করা আমি সত্যিই উপভোগ করেছি।” আইপিএলের গত আসরে নবম হওয়া পাঞ্জাবের এবার মৌসুম শুরু হবে আগামী মঙ্গলবার, প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

পাঞ্জাবের তিন তরুণে মুগ্ধ পন্টিং

আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে ছয় ছক্কা মারা প্রিয়ানশ আরিয়াকে দলে পেয়ে ভীষণ খুশি রিকি পন্টিং। তাকে ওপেনার হিসেবে এবারের আইপিএলে খেলানোর কথা ভাবছেন পাঞ্জাব কিংসের কোচ। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের মন জয় করে নিয়েছেন সুরিয়ানশ শেড়গে ও মুশির খানও। ওই ছয় ছক্কায় ভারতীয় ক্রিকেটে গত বছর আলোড়ন তোলেন আরিয়া। পরে তিনি আলো ছড়ান টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও; গত আসরে এক সেঞ্চুরিতে ৩২৫ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার স্ট্রাইক রেট ছিল ১৭৬.৬৩ ও গড় ৪০.৬২। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ৫৭৩ রান করা ২৪ বছর বয়সী আরিয়াকে গত নভেম্বরের মেগা নিলামে ৩ কোটি ৮০ লাখ রুপিতে দলে টানে পাঞ্জাব। দলটিতে তিনি ছাড়াও ওপেনার আছেন আরও দুই জন; প্রাভসিমরান সিং ও জশ ইংলিস। চান্ডিগাড়ে একটি অনুষ্ঠানে পন্টিং বলেন, ইনিংস শুরু করার সুযোগ পেতে পারেন আরিয়াও। “টুর্নামেন্টে প্রিয়ানশ আরিয়াকে আমাদের জন্য বিশেষ সম্ভাবনাময় ওপেনিং ব্যাটসম্যান মনে হয়।

এটা নির্ভর করছে বিদেশি খেলোয়াড়দের নিয়ে আমরা কীভাবে দল সাজাব, তার ওপর। সে দারুণ সম্ভাবনাময়।” আরিয়ার মতো সৈয়দ মুশতাক আলি ট্রফির গত আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সুরিয়ানশ শেড়গেও। কমপক্ষে ৫০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল তার, ২৫১.৯২। আন্ধ্রা প্রদেশের বিপক্ষে ২৩০ ও ভিদার্ভার বিপক্ষে ২২২ রান তাড়ায় মুম্বাইয়ের জয়ে বড় ভূমিকা রাখে তার ক্যামিও ইনিংস।

২২ বছর বয়সী সুরিয়ানশ শেড়গে ৯টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ২৫১.৯২ স্ট্রাইক রেটে ১৩১ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪৩.৬৬। বল হাতে ৮ উইকেট নেওয়া এই অলরাউন্ডারকে ৩০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব।
২০ বছর বয়সী মুশির খানের এখনও স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আলোচনায় আসেন এই অলরাউন্ডার। তাকে নিলাম থেকে ৩০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব। গাড়ি দুর্ঘটনায় গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকা মুশির ভারতের আরেক ক্রিকেটার সারফারাজ খানের ছোট ভাই। আইপিএল দিয়ে মাঠে ফেরার আশায় আছেন ৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৫১.১৪ গড়ে ৭১৬ রান করা মুশির।

এই সংস্করণে তার সেঞ্চুরি আছে তিনটি। আইপিএলে প্রথম শিরোপার খোঁজে থাকা পাঞ্জাবের নতুন কোচ পন্টিং আলাদা করে মুগ্ধতার কথা বলেন সুরিয়ানশ শেড়গে ও মুশিরকে নিয়ে। “সুরিয়ানশ শেড়গেও এমন একজন, যে আমাদের অনুশীলনে এখন পর্যন্ত বেশ ভালো করছে। প্রাণশক্তি ও মজা করার কথা বললে, আরেকজন খেলোয়াড় আছে যাকে দেখে আমি মুগ্ধ হই, সে হলো মুশির খান। সে এরই মধ্যে দলে অনেক কিছু বয়ে এনেছে। প্রশিক্ষণ মাঠের চারপাশে এবং দলের চারপাশে এখন পর্যন্ত সে এমন একজন, যার সাথে কাজ করা আমি সত্যিই উপভোগ করেছি।” আইপিএলের গত আসরে নবম হওয়া পাঞ্জাবের এবার মৌসুম শুরু হবে আগামী মঙ্গলবার, প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।