ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসানকে আবারও মাঠের বাইরে রেখে হারল কলকাতা নাইটরাইডার্স। এবার পাঞ্জাব কিংস (১৬৮/৫) তাদের হারিয়েছে পাঁচ উইকেটে। গত শুক্রবার দুবাইয়ে আইপিএলের ৪৫তম ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ফিফটির (৬৭) সহায়তায় বড় জয় পায় প্রীতি জিনতার দল।
২৭ বলে ৪০ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। শাহরুখ খান নয় বলে ২২ রানে অপরাজিত থাকেন। কলকাতার বরুণ চক্রবর্তী দুটি উইকেট নেন ২৪ রান দিয়ে। এর আগে শেষ বলে দিনেশ কার্তিক আউট হলে কলকাতা থামে ১৬৫ রানে। ওপেনার ভেঙ্কটেশ আয়ারের ৪৯ বলে ৬৭ এবং রাহুল ত্রিপাঠির ২৬ বলে ৩৪ ছাড়া বলার মতো রান নিতীশ রানার ১৮ বলে ৩১।
পাঞ্জাবের কাছে হার কলকাতার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ