কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে ২০২৪ সালে ৫২৯ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র ও দুস্থ ব্যক্তিকে চিকিৎসার অনুদান দেওয়া হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা শেষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এ তথ্য জানান।
তিনি জানান, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা। ব্যাংকে রাখা টাকার লভ্যাংশ থেকে ২০২৪ সালে ক্যানসার, ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি রোগ, প্যারালাইসিসসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৫২৯ জন দরিদ্র ও দুস্থ ব্যক্তিকে চিকিৎসার অনুদান দেওয়া হয়েছে।