বিদেশের খবর ডেস্ক : মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগেছে ইন্ডিগো এয়ারলাইন্সের এক ফ্লাইটের। রোববার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সুরাট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যায় ইন্ডিগো এ-৩২০ ফ্লাইটটি। কিছু দূর যাওয়ার পর ফ্লাইটটির সঙ্গে পাখির ধাক্কা লাগে। পরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষার জন্য ফ্লাইটটিকে আহমেদাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ওই ফ্লাইটে ক্রু সদস্য ছাড়া ১৫০ জন যাত্রী ছিলেন। পরবর্তীতে জানা যায়, যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে পাখির আঘাতের ফলে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করে দেখা গেছে, ফ্লাইটটির দুই নম্বর ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইঞ্জিনের ফ্যান ব্লেডগুলো কিছু জায়গায় ভেঙে গেছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইটকে ভোপালে অবতরণ করানো হয়। মেডিক্যাল ইমারজেন্সির জন্যই যাত্রাপথে পরিবর্তন আনা
পাখির সঙ্গে ধাক্কা ইন্ডিগো এয়ারলাইন্সের, জরুরি অবতরণ
জনপ্রিয় সংবাদ