শিমুল হোসেন : পাখির পালকের মত- হতো যদি
আমার হৃদয়, দেহের সব কোষ
পালকের মত যদি কোমল হতো
আমার স্পর্শের বাইরে যত দোষ।
আমি মানুষ হতাম, বৃক্ষের মত কচিপাতা
যদি হতো বিষন্নতা ও দীর্ঘশ্বাস
বেঁচে যেতো কোষে কোষে থাকা অণু প্রাণ
আমি মানুষ হয়ে পেয়ে যেতাম অবকাশ।
পাখির পালকের মত হিংসে ক্রোধ
হতো যদি নরম ঘাসের মুগ্ধতার ছোঁয়া
বাতাসে পালক দুলতো সবুজ ধানপাতার মত
সিক্ত হতাম প্রতিভোরে বিশুদ্ধ শিশিরে ধোয়া।