ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

পাকিস্তান সফরের ভিসা পেল আফগানিস্তান ক্রিকেট দল

  • আপডেট সময় : ১০:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানে সফর করার ভিসা পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। পাকিস্তান পররাষ্ট্র দফতরের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘পুরো আফগান ক্রিকেট দলকে ভিসা দিয়েছে পাকিস্তান। আফগান দল সোমবার বা মঙ্গলবার যেকোনো সময় সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।’ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজটি। তবে শ্রীলঙ্কায় কভিড মহামারির জন্য দেশটি লকডাউন চলছে। সেখানে কোনো সিরিজটি আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হতে পারে পাকিস্তান-আফগান সিরিজ। তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানোর আগে শ্রীলঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে আফগান বোর্ড।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পাকিস্তান সফরের ভিসা পেল আফগানিস্তান ক্রিকেট দল

আপডেট সময় : ১০:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানে সফর করার ভিসা পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। পাকিস্তান পররাষ্ট্র দফতরের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘পুরো আফগান ক্রিকেট দলকে ভিসা দিয়েছে পাকিস্তান। আফগান দল সোমবার বা মঙ্গলবার যেকোনো সময় সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।’ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজটি। তবে শ্রীলঙ্কায় কভিড মহামারির জন্য দেশটি লকডাউন চলছে। সেখানে কোনো সিরিজটি আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হতে পারে পাকিস্তান-আফগান সিরিজ। তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানোর আগে শ্রীলঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে আফগান বোর্ড।