ক্রীড়া ডেস্ক: ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে উপমহাদেশের কন্ডিশনে প্রস্তুতি নিতে আগ্রহী অস্ট্রেলিয়া। এজন্য তারা ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে এই দ্বিপাক্ষিক সিরিজকে ত্রিদেশীয় সিরিজে রূপ দেওয়ার পরিকল্পনা চলছে, যেখানে বাংলাদেশকে তৃতীয় দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। এমনটায় জানায় পাক সংবাদ মাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, এখনো আনুষ্ঠানিক প্রস্তাব না এলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে বাংলাদেশকে নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছে। সাম্প্রতিক সময়ে দুই বোর্ডের মধ্যে সম্পর্ক ভালো হওয়ায় পাকিস্তান বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহী।
এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ঢাকায় রয়েছেন পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নবনিযুক্ত সভাপতি মোহসিন নকভি। এসিসির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে ২৪-২৫ জুলাই ঢাকায় অবস্থান করছেন তিনি।
ত্রিদেশীয় সিরিজ চূড়ান্ত হলে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল খেলবে ফাইনালে। অর্থাৎ মোট ৭টি ম্যাচ হবে এই সিরিজে।
এদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের আগস্টের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকেও ত্রিদেশীয় সিরিজে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তৃতীয় দল হিসেবে যুক্ত হতে পারে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যারা এই সিরিজের আয়োজকও হতে পারে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ জানিয়েছেন, এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই পাকিস্তানের প্রস্তাবে এই ত্রিদেশীয় সিরিজে আগ্রহ দেখিয়েছে আফগানিস্তান। আমিরাতের কন্ডিশন এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে কাজ করবে বলে মনে করছেন তিনি।
আজকের প্রত্যাশা/কেএমএএ