ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

পাকিস্তানে ৪ শহরে নিউ জিল্যান্ডের ১৫ ম্যাচ

  • আপডেট সময় : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নিউ জিল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়েছে। পাঁচ মাসের মধ্যে দুই দফার সফরে এশিয়ার দেশটিতে তারা ১৫টি ম্যাচ খেলবে চারটি শহর করাচি, মুলতান, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার সিরিজের সূচি প্রকাশ করেছে। প্রথম দফা আগামী ডিসেম্বর-জানুয়ারির সফরে পাকিস্তানে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে নিউ জিল্যান্ড। করাচিতে প্রথম টেস্ট শুরু হবে ২৭ ডিসেম্বর। ৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে মুলতানে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর করাচিতে ফিরে ১১, ১৩ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর এপ্রিল-মে মাসে দ্বিতীয় দফা সফরে পাকিস্তানে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউ জিল্যান্ড। একই সময়ে হবে আইপিএল। করাচিতে প্রথম চারটি টি-টোয়েন্টি হবে ১৩, ১৫, ১৬ ও ১৯ এপ্রিল। ২৩ এপ্রিল শেষ ম্যাচ হবে লাহোরে। একই মাঠে প্রথম দুই ওয়ানডে হবে ২৬ ও ২৮ এপ্রিল। রাওয়ালপিন্ডিতে পরের তিনটি ওয়ানডে হবে ১, ৪ ও ৭ মে। এই ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ নয়। নিউ জিল্যান্ডের প্রথম দফার সফর আইসিসি ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ। দ্বিতীয় সফরের ম্যাচগুলো ঠিক হয়েছে গত বছর বাতিল হওয়া সিরিজের ঘাটতি পুষিয়ে নিতে।
গত বছরের সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যায় নিউ জিল্যান্ড। কিন্তু প্রথম ওয়ানডে শুরুর কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা শঙ্কার কথা বলে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় তারা। এই বছর তৃতীয় বড় দল হিসেবে পাকিস্তান সফরে যাবে নিউ জিল্যান্ড। দেশটিতে কিউইরা সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ১৯ বছর আগে, ২০০৩ সালে। দীর্ঘ ২৪ বছর পর এবার পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া, ১৭ বছর পর ইংল্যান্ড।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ৪ শহরে নিউ জিল্যান্ডের ১৫ ম্যাচ

আপডেট সময় : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : নিউ জিল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়েছে। পাঁচ মাসের মধ্যে দুই দফার সফরে এশিয়ার দেশটিতে তারা ১৫টি ম্যাচ খেলবে চারটি শহর করাচি, মুলতান, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার সিরিজের সূচি প্রকাশ করেছে। প্রথম দফা আগামী ডিসেম্বর-জানুয়ারির সফরে পাকিস্তানে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে নিউ জিল্যান্ড। করাচিতে প্রথম টেস্ট শুরু হবে ২৭ ডিসেম্বর। ৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে মুলতানে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর করাচিতে ফিরে ১১, ১৩ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর এপ্রিল-মে মাসে দ্বিতীয় দফা সফরে পাকিস্তানে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউ জিল্যান্ড। একই সময়ে হবে আইপিএল। করাচিতে প্রথম চারটি টি-টোয়েন্টি হবে ১৩, ১৫, ১৬ ও ১৯ এপ্রিল। ২৩ এপ্রিল শেষ ম্যাচ হবে লাহোরে। একই মাঠে প্রথম দুই ওয়ানডে হবে ২৬ ও ২৮ এপ্রিল। রাওয়ালপিন্ডিতে পরের তিনটি ওয়ানডে হবে ১, ৪ ও ৭ মে। এই ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ নয়। নিউ জিল্যান্ডের প্রথম দফার সফর আইসিসি ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ। দ্বিতীয় সফরের ম্যাচগুলো ঠিক হয়েছে গত বছর বাতিল হওয়া সিরিজের ঘাটতি পুষিয়ে নিতে।
গত বছরের সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যায় নিউ জিল্যান্ড। কিন্তু প্রথম ওয়ানডে শুরুর কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা শঙ্কার কথা বলে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় তারা। এই বছর তৃতীয় বড় দল হিসেবে পাকিস্তান সফরে যাবে নিউ জিল্যান্ড। দেশটিতে কিউইরা সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ১৯ বছর আগে, ২০০৩ সালে। দীর্ঘ ২৪ বছর পর এবার পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া, ১৭ বছর পর ইংল্যান্ড।