ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

পাকিস্তানে সাপ্তাহিক ছুটি একদিন কম, সকাল ৮টা থেকে সরকারি অফিস

  • আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এখন থেকে সপ্তাহে দুইদিন ছুটির পরিবর্তে একদিন কাটাবে। অফিস টাইমস শুরু হবে সকাল ৮টা থেকে। দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পূর্বের নিয়ম সকাল ১০টার পরিবর্তে ৮টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান। এরপরেই তিনি সরকারি অফিস শুরুর সময় পরিবর্তন করার ঘোষণা দেন।
গত সোমবার পার্লামেন্টে দেওয়া ঘোষণা, বিশেষ করে সরকারের ত্রাণ কর্মসূচিগুলো কার্যকর করার নির্দেশও জারি করেছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা প্রস্তাবের ভোটে হেরে ক্ষমতা হারানোর পর দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরীফ।
চীন-পাকিস্তান গাঁটছড়া কেউ ভাঙতে পারবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা খোলাখুলি বললেন শাহবাজ শরিফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমতার ভিত্তিতে রাখার কথা বলেছেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে কাশ্মিরের কাঁটার কথাই শোনা গেল তার মুখ থেকে। বিরোধী দলগুলোর জোট বেঁধে আনা অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন সোমবার পাকিস্তানের পার্লামেন্ট বা জাতীয় পরিষদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। ইমরান খান নেতৃত্বাধীন তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সদস্যদের বয়কটের মধ্যে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন মুসলিম লিগের (নওয়াজ) নেতা শাহবাজ।
পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর পার্লামেন্টের উচ্চ কক্ষ বা সেনেটের চেয়ারম্যান সাদিক সানজারানির কাছ থেকে দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তার আগে পার্লামেন্টে ভাষণে শাহবাজ নিজের নতুন সরকারের পররাষ্ট্র নীতির আভাসে চীনকে সামনে আনেন বলে পাকিস্তানের সংবাদপত্রগুলোর প্রতিবেদনে উঠে আসে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় ‘চীনের প্রিয়পাত্র’ হিসেবে পরিচিত শাহবাজ বলেন, “চীন ও পাকিস্তানের যে সুদীর্ঘকালের বন্ধুত্ব, তা কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।”
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন প্রকল্প আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার কথাও বলেন নতুন প্রধানমন্ত্রী। শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় চীনের সাহায্যে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্পে হাত দিয়েছিলেন। ওই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয় বলে চীন তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। তিনি নিজেও বহু বার চীন সফর করেন।
ইমরান খান অভিযোগ করেছিলেন, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার কারণেই তিনি যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হন এবং ওয়াশিংটনের ‘চক্রান্তেই’ তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। বিশ্ব রাজনীতিতে এখন প্রবল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও চীন। ঐতিহ্যগতভাবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ঘেঁষা। কিন্তু চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বেশি আগ্রহী হয়ে দেখা যাচ্ছে পাকিস্তানকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ সতর্কতার সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সমতার ভিত্তিতে। অর্থাৎ পাকিস্তানের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের যে কথা বলা হয়ে থাকে, দৃশ্যত তা অপছন্দের কথা বললেন তিনি। যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক নিয়ে শাহবাজ বলেছেন, যেহেতু ইউরোপের দেশটিতে অনেক পাকিস্তানির বাস, তাই দেশটির সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পক্ষপাতি তিনি। প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গে পূর্বসূরিদের মতোই কাশ্মিরের কথা বলেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। শাহবাজ বলেছেন, যদিও তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, তবে এটাও মানেন যে কাশ্মির সঙ্কটের সমাধান না হলে তা বাস্তবে রূপ নেবে না।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে সাপ্তাহিক ছুটি একদিন কম, সকাল ৮টা থেকে সরকারি অফিস

আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এখন থেকে সপ্তাহে দুইদিন ছুটির পরিবর্তে একদিন কাটাবে। অফিস টাইমস শুরু হবে সকাল ৮টা থেকে। দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পূর্বের নিয়ম সকাল ১০টার পরিবর্তে ৮টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান। এরপরেই তিনি সরকারি অফিস শুরুর সময় পরিবর্তন করার ঘোষণা দেন।
গত সোমবার পার্লামেন্টে দেওয়া ঘোষণা, বিশেষ করে সরকারের ত্রাণ কর্মসূচিগুলো কার্যকর করার নির্দেশও জারি করেছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা প্রস্তাবের ভোটে হেরে ক্ষমতা হারানোর পর দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরীফ।
চীন-পাকিস্তান গাঁটছড়া কেউ ভাঙতে পারবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা খোলাখুলি বললেন শাহবাজ শরিফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমতার ভিত্তিতে রাখার কথা বলেছেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে কাশ্মিরের কাঁটার কথাই শোনা গেল তার মুখ থেকে। বিরোধী দলগুলোর জোট বেঁধে আনা অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন সোমবার পাকিস্তানের পার্লামেন্ট বা জাতীয় পরিষদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। ইমরান খান নেতৃত্বাধীন তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সদস্যদের বয়কটের মধ্যে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন মুসলিম লিগের (নওয়াজ) নেতা শাহবাজ।
পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর পার্লামেন্টের উচ্চ কক্ষ বা সেনেটের চেয়ারম্যান সাদিক সানজারানির কাছ থেকে দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তার আগে পার্লামেন্টে ভাষণে শাহবাজ নিজের নতুন সরকারের পররাষ্ট্র নীতির আভাসে চীনকে সামনে আনেন বলে পাকিস্তানের সংবাদপত্রগুলোর প্রতিবেদনে উঠে আসে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় ‘চীনের প্রিয়পাত্র’ হিসেবে পরিচিত শাহবাজ বলেন, “চীন ও পাকিস্তানের যে সুদীর্ঘকালের বন্ধুত্ব, তা কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।”
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন প্রকল্প আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার কথাও বলেন নতুন প্রধানমন্ত্রী। শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় চীনের সাহায্যে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্পে হাত দিয়েছিলেন। ওই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয় বলে চীন তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। তিনি নিজেও বহু বার চীন সফর করেন।
ইমরান খান অভিযোগ করেছিলেন, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার কারণেই তিনি যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হন এবং ওয়াশিংটনের ‘চক্রান্তেই’ তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। বিশ্ব রাজনীতিতে এখন প্রবল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও চীন। ঐতিহ্যগতভাবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ঘেঁষা। কিন্তু চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বেশি আগ্রহী হয়ে দেখা যাচ্ছে পাকিস্তানকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ সতর্কতার সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সমতার ভিত্তিতে। অর্থাৎ পাকিস্তানের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের যে কথা বলা হয়ে থাকে, দৃশ্যত তা অপছন্দের কথা বললেন তিনি। যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক নিয়ে শাহবাজ বলেছেন, যেহেতু ইউরোপের দেশটিতে অনেক পাকিস্তানির বাস, তাই দেশটির সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পক্ষপাতি তিনি। প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গে পূর্বসূরিদের মতোই কাশ্মিরের কথা বলেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। শাহবাজ বলেছেন, যদিও তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, তবে এটাও মানেন যে কাশ্মির সঙ্কটের সমাধান না হলে তা বাস্তবে রূপ নেবে না।