ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৫ শ্রমিক নিহত, আহত ২

  • আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্যমতে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পঞ্জগুরের পারুম জেলায় একটি বাঁধ নির্মাণ সাইটে এ ঘটনা ঘটে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, নিহতরা বাঁধটির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হতাহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত দুইজন বর্তমানে নিরাপদ রয়েছেন। তিনি আর বলেন, জেলার প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত পৌঁছেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি এ ঘটনাকে ‘নিন্দনীয় ও অমার্জনীয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা উন্নয়ন ও শান্তির বিরুদ্ধে। ওরা রাতের অন্ধকারে নিরীহ মানুষকে নিশানা বানায়। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে পারে না। সন্ত্রাসীদের রেহাই দেওয়া হবে না। তাদের অবশ্যই অন্যায় রক্তপাতের জবাবদিহি করতে হবে। এসময় নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন সারফরাজ বুগতি। মর্মান্তিক এই ঘটনার মাত্র এক মাস আগে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে পঞ্জগুর শহরের খুদা-ই-আবাদান এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল। নিহতদের সবাই মুলতান থেকে যাওয়া শ্রমিক ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৫ শ্রমিক নিহত, আহত ২

আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

বিদেশের খবর ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্যমতে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পঞ্জগুরের পারুম জেলায় একটি বাঁধ নির্মাণ সাইটে এ ঘটনা ঘটে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, নিহতরা বাঁধটির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হতাহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত দুইজন বর্তমানে নিরাপদ রয়েছেন। তিনি আর বলেন, জেলার প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত পৌঁছেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি এ ঘটনাকে ‘নিন্দনীয় ও অমার্জনীয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা উন্নয়ন ও শান্তির বিরুদ্ধে। ওরা রাতের অন্ধকারে নিরীহ মানুষকে নিশানা বানায়। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে পারে না। সন্ত্রাসীদের রেহাই দেওয়া হবে না। তাদের অবশ্যই অন্যায় রক্তপাতের জবাবদিহি করতে হবে। এসময় নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন সারফরাজ বুগতি। মর্মান্তিক এই ঘটনার মাত্র এক মাস আগে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে পঞ্জগুর শহরের খুদা-ই-আবাদান এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল। নিহতদের সবাই মুলতান থেকে যাওয়া শ্রমিক ছিলেন।