ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

পাকিস্তানে রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রার ওপর চাপ

  • আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

জিও নিউজ : করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নাজুক অবস্থায় রয়েছে। এর মধ্যে দেশটিতে চলছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মুদ্রা রুপির ওপর অব্যাহতভাবে চাপ বাড়ছে। ডলারের বিপরীতে ক্রমেই মান কমছে রুপির। যদিও দেশটির অর্থমন্ত্রী বলেছেন, শিগগিরই মুদ্রার ওপর চাপ কমে যাবে। গতকাল বৃহস্পতিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে রুপির মান সর্বনি¤œ হয়েছে। অর্থাৎ এক ডলার সমান ২৪০ রুপিতে দাঁড়িয়েছে। এতে একদিনের মধ্যে অভ্যন্তরীণ বাজারে মান ৩ দশমিক ৯৮ রুপি কমেছে। এর আগের দিন এক ডলার সমান ২৩৬ দশমিক শূন্য ২ রুপি ছিল। তবে খোলা বাজারে ডলারের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এখানে ২৪৫ রুপিতে পাওয়া যাচ্ছে এক ডলার। গত ট্রেডিং সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুপি প্রায় ৮ শতাংশ কমে যাওয়ায় পাকিস্তানের অর্থনীতি নিয়ে ভয় আরও বেড়েছে। এরই মধ্যে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের নিচে দাঁড়িয়েছে। এদিকে মূল্যস্ফীতি বেড়ে এক দশকের মধ্যে বেড়ে সর্বোচ্চ হয়েছে। গত ৭ এপ্রিল সংসদে আস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে উৎখাত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর থেকে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মধ্যে ২২ জুলাই পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার দর ২১ দশমিক ৩ শতাংশ কমেছে। আর্থিক খাতের তথ্য সরবরাহকারী সংস্থা মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পাকিস্তানে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার কারণে রুপির ওপর চাপ পড়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

পাকিস্তানে রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রার ওপর চাপ

আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

জিও নিউজ : করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নাজুক অবস্থায় রয়েছে। এর মধ্যে দেশটিতে চলছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মুদ্রা রুপির ওপর অব্যাহতভাবে চাপ বাড়ছে। ডলারের বিপরীতে ক্রমেই মান কমছে রুপির। যদিও দেশটির অর্থমন্ত্রী বলেছেন, শিগগিরই মুদ্রার ওপর চাপ কমে যাবে। গতকাল বৃহস্পতিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে রুপির মান সর্বনি¤œ হয়েছে। অর্থাৎ এক ডলার সমান ২৪০ রুপিতে দাঁড়িয়েছে। এতে একদিনের মধ্যে অভ্যন্তরীণ বাজারে মান ৩ দশমিক ৯৮ রুপি কমেছে। এর আগের দিন এক ডলার সমান ২৩৬ দশমিক শূন্য ২ রুপি ছিল। তবে খোলা বাজারে ডলারের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এখানে ২৪৫ রুপিতে পাওয়া যাচ্ছে এক ডলার। গত ট্রেডিং সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুপি প্রায় ৮ শতাংশ কমে যাওয়ায় পাকিস্তানের অর্থনীতি নিয়ে ভয় আরও বেড়েছে। এরই মধ্যে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের নিচে দাঁড়িয়েছে। এদিকে মূল্যস্ফীতি বেড়ে এক দশকের মধ্যে বেড়ে সর্বোচ্চ হয়েছে। গত ৭ এপ্রিল সংসদে আস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে উৎখাত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর থেকে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার মধ্যে ২২ জুলাই পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার দর ২১ দশমিক ৩ শতাংশ কমেছে। আর্থিক খাতের তথ্য সরবরাহকারী সংস্থা মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পাকিস্তানে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার কারণে রুপির ওপর চাপ পড়েছে।