ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানে ম্যাচ খেলতে ইসলামাবাদে টাইগাররা

  • আপডেট সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: হাইব্রিড মডেলে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলার পর এবার তারা আয়োজক দেশ পাকিস্তানে পৌঁছেছে। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে টাইগাররা ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছেছে শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে। এখন তারা ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করছে।
শনিবার বাংলাদেশের অনুশীলন সেশনেও অংশ নেওয়ার কথা। ইসলামাবাদ ক্লাবে তাদের অনুশীলন হওয়ার কথা স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার হতাশায় টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে। এই পরাজয় তাদের কঠিনতম অবস্থানে ফেলেছে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নাজমুল হোসেন শান্তর দলকে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারাতে হবে। ওই লক্ষ্যে বাংলাদেশ সোমবার কিউইদের মুখোমুখি হবে। এরপর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৭ ফেব্রুয়ারি। দুটি ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে ম্যাচ খেলতে ইসলামাবাদে টাইগাররা

আপডেট সময় : ০৯:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: হাইব্রিড মডেলে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলার পর এবার তারা আয়োজক দেশ পাকিস্তানে পৌঁছেছে। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে টাইগাররা ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছেছে শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে। এখন তারা ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করছে।
শনিবার বাংলাদেশের অনুশীলন সেশনেও অংশ নেওয়ার কথা। ইসলামাবাদ ক্লাবে তাদের অনুশীলন হওয়ার কথা স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার হতাশায় টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে। এই পরাজয় তাদের কঠিনতম অবস্থানে ফেলেছে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নাজমুল হোসেন শান্তর দলকে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারাতে হবে। ওই লক্ষ্যে বাংলাদেশ সোমবার কিউইদের মুখোমুখি হবে। এরপর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৭ ফেব্রুয়ারি। দুটি ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।