ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত

  • আপডেট সময় : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বাজাউর জেলায় বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বাজাউর জেলার পুলিশ প্রধান আব্দুস সামাদ খান বলেন, রাঘগান বাঁধের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। খবর জিও টিভি।
আব্দুস সামাদ খান বলেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জায়গাটি ঘিরে রেখেছে। পাশাপাশি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
দেশটির কোয়েটায় একই দিনে অন্য একটি সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, কোয়েটার নাওয়া কিলি এলাকায় বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জায়গাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। বোমা নিষ্ক্রিয়কারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ কর্মকর্তারা জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব বোমা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। ঈগল স্কোয়াডের পুলিশ সদস্যদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত

আপডেট সময় : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বাজাউর জেলায় বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বাজাউর জেলার পুলিশ প্রধান আব্দুস সামাদ খান বলেন, রাঘগান বাঁধের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। খবর জিও টিভি।
আব্দুস সামাদ খান বলেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জায়গাটি ঘিরে রেখেছে। পাশাপাশি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
দেশটির কোয়েটায় একই দিনে অন্য একটি সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, কোয়েটার নাওয়া কিলি এলাকায় বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জায়গাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান পরিচালনা করছেন। বোমা নিষ্ক্রিয়কারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ কর্মকর্তারা জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব বোমা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। ঈগল স্কোয়াডের পুলিশ সদস্যদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।