ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

পাকিস্তানে বন্যায় ৩ শতাধিক মৃত্যু

  • আপডেট সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এতে ঘরবাড়ি হারিয়েছেন হাজারো মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় ৩৫৭ জনের মৃত্যু হয়। এ দুর্যোগে আহত হন ৪০৮ জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ২৩ হাজার ৭০০ বাড়িঘর। দেশটির বিভিন্ন প্রান্তকে সংযোগকারী ৫২টি সেতু ভেসে গেছে বানের জলে। এনডিএমএ আরও জানায়, বন্যায় ১ হাজার ৭৮৭টি গবাদিপশুর মৃত্যু হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৯৭৭ কিলোমিটার সড়ক।
এমন বাস্তবতায় শুক্রবার দেয়া বিবৃতিতে এনডিএমএ সতর্ক করে জানায়, পরের ২৪ ঘণ্টায় চেনাব নদীর পানি মাঝারি থেকে উচ্চ বন্যার পর্যায়ে পৌঁছাবে। বিবৃতিতে নদীতীরবর্তী অঞ্চলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়। নদী তীরবর্তী নি¤œাঞ্চল থেকে গবাদিপশু সরিয়ে নিতে বাসিন্দাদের অনুরোধ করে এনডিএমএ। একই সঙ্গে নি¤œাঞ্চল ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে যান চলাচল সীমিত করার সুপারিশও করে সংস্থাটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে বন্যায় ৩ শতাধিক মৃত্যু

আপডেট সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

বিদেশের খবর ডেস্ক : পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এতে ঘরবাড়ি হারিয়েছেন হাজারো মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় ৩৫৭ জনের মৃত্যু হয়। এ দুর্যোগে আহত হন ৪০৮ জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ২৩ হাজার ৭০০ বাড়িঘর। দেশটির বিভিন্ন প্রান্তকে সংযোগকারী ৫২টি সেতু ভেসে গেছে বানের জলে। এনডিএমএ আরও জানায়, বন্যায় ১ হাজার ৭৮৭টি গবাদিপশুর মৃত্যু হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৯৭৭ কিলোমিটার সড়ক।
এমন বাস্তবতায় শুক্রবার দেয়া বিবৃতিতে এনডিএমএ সতর্ক করে জানায়, পরের ২৪ ঘণ্টায় চেনাব নদীর পানি মাঝারি থেকে উচ্চ বন্যার পর্যায়ে পৌঁছাবে। বিবৃতিতে নদীতীরবর্তী অঞ্চলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়। নদী তীরবর্তী নি¤œাঞ্চল থেকে গবাদিপশু সরিয়ে নিতে বাসিন্দাদের অনুরোধ করে এনডিএমএ। একই সঙ্গে নি¤œাঞ্চল ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে যান চলাচল সীমিত করার সুপারিশও করে সংস্থাটি।