ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

পাকিস্তানে পৌঁছেছে রুশ এলপিজির প্রথম চালান

  • আপডেট সময় : ১২:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে

জিও নিউজ : রাশিয়া থেকে এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) প্রথম চালান পাকিস্তানে পৌঁছেছে। ইসলামাবাদে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে। পাকিস্তান হলো রুশ জ্বালানির অন্যতম ক্রেতা। গত বছর পাকিস্তান ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর আওতায় একটি তেলের চালান গ্রহণ করেছে পাকিস্তান। এবার ইরানের সহায়তায় রুশ এলএনজির চালান পৌঁছালো দেশটিতে। রুশ দূতাবাস সমাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানায়, ইরানের মাধ্যমে পাকিস্তানে এক লাখ মেট্রিক টন এলপিজি সরবরাহ করা হয়েছে। দূতাবাস আরও জানায়, দ্বিতীয় চালানের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এক্ষেত্রে ইরান কীভাবে সহায়তা করছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর খরচ ও মূল্যছাড়ারের ব্যাপারেও কোনো তথ্য দেওয়া হয়নি। পাকিস্তান জানিয়েছে, এর আগে তেলের চালানের মূল্য চীনা মুদ্রায় পরিশোধ করা হয়। পাকিস্তানের আমদানি ব্যয়ের অধিকাংশই খরচ হচ্ছে জ্বালানিখাতে। তবে অর্থনৈতিকভাবে সংকটে থাকা দেশটি রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কেনার প্রস্তাবে কিছুটা স্বস্তিতে রয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে পৌঁছেছে রুশ এলপিজির প্রথম চালান

আপডেট সময় : ১২:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

জিও নিউজ : রাশিয়া থেকে এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) প্রথম চালান পাকিস্তানে পৌঁছেছে। ইসলামাবাদে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে। পাকিস্তান হলো রুশ জ্বালানির অন্যতম ক্রেতা। গত বছর পাকিস্তান ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর আওতায় একটি তেলের চালান গ্রহণ করেছে পাকিস্তান। এবার ইরানের সহায়তায় রুশ এলএনজির চালান পৌঁছালো দেশটিতে। রুশ দূতাবাস সমাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানায়, ইরানের মাধ্যমে পাকিস্তানে এক লাখ মেট্রিক টন এলপিজি সরবরাহ করা হয়েছে। দূতাবাস আরও জানায়, দ্বিতীয় চালানের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এক্ষেত্রে ইরান কীভাবে সহায়তা করছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর খরচ ও মূল্যছাড়ারের ব্যাপারেও কোনো তথ্য দেওয়া হয়নি। পাকিস্তান জানিয়েছে, এর আগে তেলের চালানের মূল্য চীনা মুদ্রায় পরিশোধ করা হয়। পাকিস্তানের আমদানি ব্যয়ের অধিকাংশই খরচ হচ্ছে জ্বালানিখাতে। তবে অর্থনৈতিকভাবে সংকটে থাকা দেশটি রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কেনার প্রস্তাবে কিছুটা স্বস্তিতে রয়েছে।